পাতা:বৌদ্ধ-ভারত.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSU বৌদ্ধ-ভারত সীমাত্তি খোদিত রহিয়াছে। গহতল হইতে ৩১ হস্ত উদ্ধে খিলান করা ছাদ, উহার গবেজোঁট অদ্ধ গোলাকার। খিলানের তলে গাহ মধ্যে এক মতিমন্দির (dagoba) রহিয়াছে। ইহার উপরে ক্ষুদ্র গম্বুজ আছে, তদুপরি ধ্বংসপ্রায় এক কাঠছত্র বিরাজিত । - গহোর সম্মুখসহ সোপান আরোহণ করিলে দ্বিতলের সপ্রশস্ত কক্ষে গমন করা যায়। তাহার পরে আরও একটি বহৎ কক্ষ আছে। এই কক্ষের তিন পাশেব চৌদ্দটি ছোট ছোট ঘর আছে। করালী গহোর বহিভাগে ও অভ্যন্তরস্থ চন্দ্রাতপে ষে সক্ষম কারকোষ" আছে পাষাণ চন্দ্রাতপে ঐরপ শিল্পনৈপুণ্য আর কোথাও দষ্ট হয় না। এই শিল্পশোভার জন্যই করালী-গহা বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছে। এই কারকোষাময় ছাদ নষ্ট হইতেছিল, যথাসময়ে উহার সংস্কার সাধিত হওয়ায় এই পরাকীৰ্ত্তি রক্ষিত হইয়াছে। এই প্রসঙ্গে ফাগাসন সাহেব লিখিয়াছেন— It would be thousand pities if this which is the only original screen in India were allowed to perish. অথাৎ ভারতের এই একমাত্র মৌলিক চন্দ্ৰাতপাট নস্ট হইতে দিলে উহা পরম ক্ষোভের বিষয় হইত। es এই গহোর মধ্যস্থলে ও দক্ষিণ দ্বারের বাম পাবে ভগবান বন্দ্ধের পরম রমণীয় খোদিত মত্তি রহিয়াছে। ৰিহণৱ বৌদ্ধ ধর্মের অভু্যত্থান কালে ভারতবর্ষের সব্বর অসংখ্য বিহার নিমিত হইয়াছিল। মগধরাজ্যের সবারই বিহার ছিল বলিয়া উক্তরাজ্য “বিহার” নাম ধারণ করিয়াছিল। বৈশালীর জেতবন, রাজগহৈর বেণীবন ও গধকট প্রভৃতি কয়টি ভিক্ষ নিবাসের নাম বিনয়পিটকে দষ্ট হয়। মগধরাজ বিবিসার বেণবেন প্রমোদ উদ্যান ভিক্ষ সঙ্গকে