পাতা:বৌদ্ধ-ভারত.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।

দশম অধ্যায় ১১৯ ভাব কখনও হয় নি। মোগল চিত্র চোখের সামনে ধরে তার মধ্যের সক্ষ্যে সক্ষম শিল্পের বিচার ক’রে তবে সৌন্দর্য্য উপলব্ধি করা যায়। মোগল চিত্রে আমরা প্রধানতঃ বিলাস ও ক্রীড়ার ভাবই দেখতে পাই। কিন্তু, সমস্ত বৌদ্ধ চিত্রই একটা আধ্যাত্মিক আবেগ ও শান্তির ভাবে মণ্ডিত। এমন কি যুদ্ধ বিদ্রোহের ছবিতে পর্যন্ত ধর্মভাব প্রবেশ করেছে। তা'হলে বুঝতে হবে মোগল শিল্প বিলাসপ্রধান এবং বৌদ্ধশিল্প শাস্তিময়।” “মোগলদের চিত্র রচনা প্রণালী, বৌদ্ধশিল্পীদের চিত্ররচনা বাদক দল প্রণালীর মধ্যে একটা বিষয়ে বিশেষ পার্থক্য আছে। মোগল শিল্পীরা চিত্রের যে ভাব অতি চেষ্টা ও যত্নে সক্ষণ কারুকার্য দ্বারা ফটিয়ে