পাতা:বৌদ্ধ-ভারত.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।

দশম অধ্যায় ১২৩ আকার পরিগ্রহ করিয়া তাঁহাকে প্রলুব্ধ করিবার জন্য কৌশলজাল বিস্তার করিতেছে। কিন্তু, ধ্যানমগ্ন মহাযোগীর তপঃপ্রভাবের নিকট ইহারা সকলেই পরাভূত হইল। অজন্তার ১৭ নং গুহা বহ, শোভন চিত্রে অলঙ্কৃত। ভিখারী বেশধারী ভগবান, বহুদ্ধের সম্মুখে সপত্র জননীর খোদিত ছবিখানি ঐ গুহার সর্ব্বশ্রেষ্ঠ শোভা। উদারমূর্ত্তি দীর্ঘকায় বহুদ্ধ দাঁড়াইয়া আছেন, নরনারীর দুঃখে তাঁহার হৃদয় ব্যথিত, তাঁহার অন্তরের সেই অনন্ত করণা মখমণ্ডলে পরিস্ফুট হইয়াছে। তিনি ভিখারী বেশে এক নারীর সম্মুখে উপস্থিত হইয়াছেন। সেই জননীও পত্রের হস্তে ভিক্ষার দ্রব্য দিয়া আপনার দই হস্তে পত্রের হাত ধরিয়া ভিক্ষা দিতেছেন। ভগবান, ভাববিহবল মুখের সৌম্য কান্তি দর্শনে মাতাপত্র উভয়ে বিস্ময়ে বিকল হইয়া তাঁহার মখের দিকে চাহিয়া আছেন। বালকের মখে সরলতা ও নির্ভীকতা এবং জননীর মুখে আত্মনিবেদনের ভাব ফটিয়া উঠিয়াছে। ছাদের আলঙ্কারিক চিত্র অজন্তাগুহায় ভগবান, বৃদ্ধের জীবনের সকল ঘটনা এবং বৌদ্ধজাতকের অসংখ্য চিত্র আছে। ধর্ম্মের