পাতা:বৌদ্ধ-ভারত.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় আর্থিক ও সামাজিক অবস্থা কোনো কোনো বিদেশীয় সন্ধী এই বলিয়া দঃখ প্রকাশ করিয়াছেন যে, প্রাচীন ভারতের সাহিত্য ধৰ্ম্মম ও দশনাদি সম্বন্ধেই বিশেষভাবে আলোচনা করিয়াছেন ; কিন্ত লোকে কি প্রকারে তাহদের জীবিকা অর্জন করিয়া থাকে, দেশে কি প্রকারে অর্থ সঞ্চিত হইতেছে, কি প্রকারে সেই অর্থ সমাজ মধ্যে বিভক্ত হইতেছে এই সকল প্রশ্নের ধারাবাহিক কোনো আলোচনা দন্ট হয় না ; কেবল প্রসঙ্গতঃ কোনো কোনো স্থলে উল্লেখ করা হইয়াছে । অধ্যাপক জিমার (Professor Zimmer ), ডাক্তার ফিক (Dr. Fick ) ও অধ্যাপক হপকিন্স (Professor Hopkins) to foss; GW, SERER, G &R55 অবলম্বনে যৎকিঞ্চিৎ আলোচনা করিয়াছেন। মগধরাজ অজাতশত্র একবার ভগবান বন্দ্ধের সহিত দেখা করিতে গিয়াছিলেন, তখন তিনি তাঁহাকে এইরুপ প্রশ্ন করিয়াছিলেন ৪— মহাত্মন, আপনি সংসার ত্যাগ করিয়া প্রৱজ্যা গ্রহণ করায় কি লাভ হইয়াছে ? অপর সকল লোকে যে-সকল শিল্প বা জীবিকারত গ্রহণ করে তন্দ্বারা তাহারা কিছদ-নাকিছ অর্থ উপাচজন করিয়া থাকে। এই উপায়ে তাহারা ব্যক্তিগতভাবে সংখলাভ করিতেছে এবং পরিজনবগকেও সখী করিতেছে। কিন্ত মহাত্মন, আপনি সংসার ত্যাগ করিয়া যে সন্ন্যাসজীবন গ্রহণ করিলেন তন্দ্বারা আপনি কোন আশ সফল লাভ করিলেন ?