পাতা:বৌদ্ধ-ভারত.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় bo (; অজাতশত্র তাঁহার বক্তব্য মধ্যে (১) মাহত (২) অশবপাল (৩) সারথি (৪) ধানকী (৫-১৩) নয় শ্রেণীর সৈন্য (১৪) দাস (১৫) পাচক (১৬) ক্ষৌরকার (১৭) অনাচর (১৮) মোদক (১৯) মালাকর (২০) রজক (২১) তন্তবায় (২২) ঝড়ি-নিমাতা (২৩) কুম্ভকার (২৪) কেরাণী (২৫) হিসাবলেখক এ সকল শিল্পী ও কমীদের উল্লেখ করিয়াছিলেন। রাজার সহিত প্রত্যহ যে-সকল শিল্পী ও কমাব দেখা হইতে পারে এই তালিকা মধ্যে তাহাদের নামই আছে । প্রাচীন কালের অপর কোন কোন গ্রন্হে আঠার প্রকার শিল্পীর বিবরণ পাওয়া যায়। ইহারা যথারীতি সম্প্রদায়বদ্ধ হইয়া বাস করিত। (১) সন্ত্রধর—ইহারা কাঠ দ্বারা কেবল বাক্স, আসন প্রভৃতি প্রস্তুত করিত এমন নয় ; ইহারা গহ, নানাপ্রকার যন্ত্র ও জলযান নিমণি করিত। (২) কামকার—ইহারা নানা ধাতু দ্বারা বিবিধ দ্রব্য নিমণি করিত। লৌহ দ্বারা ইহারা লাঙ্গল, কুড়ল, নিড়ানি, করাত, ছরি এবং অপর নানাপ্রকার যন্ত্র প্রস্তত করত। লৌহ দ্বারা সক্ষম সচাঁও নিমিত হইত। ইহারা সবণ ও রৌপ্য দ্বারা নানা দ্রব্য ও অলঙ্কার তৈয়ার করত। (৩) প্রস্তর শিল্পী—ইহারা ঘরের ও জলাশয়ের সোপান, কাষ্ঠনিমিত গহের ভিত্তি, খোদিত স্তম্ভ, প্রস্তরের বাটী ও বাসন প্রভৃতি নিম্নমাণ করিত। (৪) তন্তবায়—ইহারা কেবল সাধারণ পরিধেয় বস্ত্র বয়ন করিত এমন নহে ; ইহারা অতি সক্ষম মসলিন বস্ত্র বয়ন করিয়া উহা বিদেশে চালান করিত। ইহারা অতি মল্যবান রেশমী বস্ত্র, নানা প্রকার কবল ও আসন প্রস্তত করিত। (৫) চমকার—ইহারা নানাপ্রকার পাদকো প্রস্তত করিত।