§e. বৌ-ঠাকুরাণীর হাট
কেহই সহায় নাই, নারায়ণ তাহার অধিক সহায় । হে প্রভু, তোমার নামে কলঙ্ক না হয় যেন ! এ বিশ্বাস আমার ভাঙিও না !"
দ্বিতীয় পরিচ্ছেদ
মন্ত্রী কহিলেন "মহারাজ, কাজটা কি ভাল হইবে ?"
প্রতাপাদিত্য জিজ্ঞাসা করিলেন “কোন কাজটা ?”
মন্ত্রী কহিলেন “কাল যাহা আদেশ করিয়াছিলেন ।” প্রতাপাদিত বিরক্ত হইয়া কহিলেন “কাল কী আদেশ করিয়াছিলাম ?”
মন্ত্ৰী কহিলেন “আপনার পিতৃবা সম্বন্ধে।” প্রতাপাদিত্য। আরো বিরক্ত হইয়া কহিলেন, “আমার পিতৃব্য মৃত্বন্ধে কী?”
মন্ত্ৰী কহিলেন “মহারাজ আদেশ করিয়াছিলেন, যখন বসন্তুরায় মশোহরে আসিবার পথে সিমুলতলীর চটিতে আশ্রয় লক্টবেন তখন—”
প্রতাপাদিত্য ভ্ৰকুঞ্চিত করিয়া কহিলেন “তখন কী ? কথাটা শেষ कब्रिब्रॉड़े ८धल !”
মন্ত্রী—“তখন দুষ্ট জন পাঠান গিয়!—” প্রতাপ—“ই।” মী—“তাহাকে নিহত করবে।” প্রতাপাদিত রুষ্ট হইয়া কহিলেন “মন্ত্রী, হঠাৎ তুমি শিশু হুইয়াছ ন কি ? একটা কথা শুনিতে দশটা প্রশ্ন করিতে হয় কেন ? কথাটা মু৭ে জানিতে বুঝি সঙ্কোচ হইতেছে ! এখন বোধ করি, তোমার রাজকার্ধে মনোৰোগ দিবার বয়স গিয়াছে, এখন পরকাল চিন্তার সময়, জানিয়াছে d এতদিন ੋੜ eथॉर्थना कब्र माझे एकन ?”
পাতা:বৌ-ঠাকুরাণীর হাট-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
