পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo/« পেশা নয়, ব্যবসা-চৰ্চাই আমার পেশা । অথচ বলার মত বলিতে না পারিলে বই হয় না । আমার শত ক্রটির জন্য তাই আমি পাঠকদের নিকট ক্ষমা ভিক্ষা করি। র্তাহারা যেন আমার লেখার মুন্সিয়ানার বিচার না করিয়া যে-সাধু উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমি একাজে প্রবৃত্ত হইয়াছি, তাহারই বিচার করেন । এই সম্পর্কে আমি অল্পনা প্রেসের পরিচালক শ্ৰীযুক্ত প্রভাতচন্দ্র বস্ব মহাশয়কে আমার আস্তরিক ধন্যবাদ জ্ঞাপন না করিয়া পারিতেছি না। আমার পুস্তকখানি মুদ্রণের প্রারম্ভে তিনি যদি স্বতঃপ্রবৃত্ত হইয়৷ শ্ৰীযুক্ত নিশিকান্ত দাস ( এক সময়ে ‘Advance’ পত্রিকার সহিত সম্পর্কিত ) মহাশয়ের সহিত আমার পরিচয় করাষ্টয় না দিতেন, হয়তো এত সত্বর এ পুস্তক প্রকাশের মুযোগ আমার ঘটিত না। সাংবাদিকঅভিজ্ঞতা-সম্পন্ন এই তরুণ বন্ধুটি অকুষ্ঠিত-চিত্তে আমার এ পুস্তকের পাণ্ডুলিপি (manuscript) সংশোধন করিয়া দিয়াছেন এবং স্থানে স্থানে নূতন নূতন বিষয় অবতারণা করিবার প্রস্তাব ( suggestion ) দান করিয়া আমাকে বাধিত করিয়াছেন । ইহাদের উভয়েরই নিকট আমি কৃতজ্ঞ । পরিশেষে আর একটি কথা—আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায় আনন্দের সহিত আমার এই পুস্তকের মুখবন্ধ লিখিয়া দিয়াছেন । ইহা মুখবন্ধ নয়, আমার পরে ইহা তাহার সস্নেহ আশীৰ্ব্বাদ । ইতি— খালিসখালী, বিনীত খুলনা । গ্ৰন্থকার ১লা শ্রাবণ, ১৩৪৫ সাল