পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

卿 ব্যবসায়ে বাঙালী կրեր দিতে আর ইতস্ততঃ করিলেন না । উক্ত টাকা আমার মনিবদের ফেরত দিয়া আমি একাই ব্যবসায় চালাইতে লাগিলাম। আজও সে ব্যবসা আমার হাতে—তবে তাহার পরিসর বাড়িয়াছে। সে যাহা হউক, প্রথমাবস্থায় বাবু নরেন্দ্রকৃষ্ণ বস্থর সাহায্য না পাইলে হয়তে উক্ত এজেন্সী আমার লওয়া হইত না । কাজেই, তিনি যে আমার পথপ্রদর্শক এবং সাহায্যকারী তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এজন্ত আমি তাহার নিকট চিরঞ্চণী । আমি যে-প্রকার ভগ্নস্বাস্থ্য লইয়া ব্যবসায় আরম্ভ করিয়াছিলাম, তাহা অন্ত কাহারও পক্ষে সম্ভব হইত কিনা, আমার সন্দেহ আছে। ব্যবসায়ে উত্থান-পতনের তিক্ত অভিজ্ঞতাও আমার আছে। ব্যবসায়ে নামিয়া অনেকবার অনেক টাকা লোকসানও দিয়াছি । একবার একখানি লবণের বোট গঙ্গায় ডুবিয়া যায়, তাহাতে ৫৪ •• টাকা লোকসান হয়, কিন্তু সেজন্য আমি ভাঙ্গিয়া পড়ি নাই। অথচ সে সময় আমার মূলধনও বেশী ছিল না। সতভার অগ্নি-পরীক্ষণ আমার ব্যবসায়-জীবনে ভগবান একটি বিষয়ে আমাকে যথেষ্ট শক্তিশালী করিয়াছিলেন, উহা লোভ-সংবরণ। পাওনাদারকে তাহার স্থায্য প্রাপ্য হইতে প্রবঞ্চিত করিয়া নিজের স্বার্থসাধনকে আমি কোনদিনই বড় করি নাই । আমার জীবনে উহার বহু পরীক্ষা হইয়া গিয়াছে। সেই সব পরীক্ষার পর হইতে আমি ব্যবসায়ের উন্নতি বিশেষভাবেই লক্ষ্য করিয়াছি । পাওনাদারদিগের প্রাপ্য টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করা हिज जांबांब्र बाबनारब्रव्र भूणनैौडि ।। ७थछ शनि श्रम छैॉक थांब्र जहेष्ठ श्श्ड, : ऊांशe कब्रिङांम । हेशंद्र शूद्रकांब्रचक्रण, अडि श्रब्रक्रिनहे