পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼᎼ ব্যবসায়ে বাঙালী ইউরোপীয় আদর্শ হইল সত্যবদ্ধভাবে শক্তিশালী ধৌখ-ব্যবসাবাণিজ্য প্রতিষ্ঠা করিয়া দেশকে শক্তিশালী করা। আর ভারতীয় আদর্শ–স্ব স্ব ভাবে ব্যবসা ও কুটারশিল্প-পরিচালন । ইংলণ্ডের শক্তিশালী বণিক-সম্প্রদায় রাজশক্তির পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতা করায়, ব্যক্তিগতভাবে ( individually ) পরিচালিত ভারতীয় বাণিজ্য ও কুটীয়-শিল্প ধ্বংস প্রাপ্ত হইয়াছে। ভারতীয়গণ যদি ইংলণ্ডের আদর্শে যৌথভাবে বাণিজ্য পরিচালনে সক্ষম থাকিত, তবে আজ ব্যবসাক্ষেত্রে ভারতবাসীর এই শোচনীয় দুর্দশ ঘটিত না । বিদেশী বণিকূ-সম্প্রদায় যৌথভাবে নিজের দেশে কল-কারখানা প্রতিষ্ঠা করিয়া, উচ্চহারে পারিশ্রমিক দিয়া জাহাজ ভাড়া, শুষ্ক ও বীমার টাকা যোগাইয়া ভারতে আসিয়া ব্যবসায় করে । আর বাঙালী তাহার নিজের দেশে বসিয়া সামান্ত মজুরী প্রদানে ঐ জাতীয় ব্যবসা করিবার স্ববিধা পাইয়াও কি বিদেশী বণিকগণকে প্রতিযোগিতায় হটাইতে পারে না ? অবশুই পারে, যদি বাংলা নিজের স্বার্থ অপেক্ষ দেশের স্বার্থকে বড় করিয়া দেখিতে শিখে । কিন্তু এ ‘যদি’র মীমাংসা হইবে কবে, তাই সমস্ত ।