পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী - 35& ১৪২ টাকা—একুনে ৪-২ টাকার কমে মাসিক-ব্যয় সঙ্কুলান হয়ী না। মাসিক এই চল্লিশ টাকা ব্যয়-সঙ্কুলান হইয়া অতিরিক্ত কিছু আসিলে তবেই মূনাফা। আচ্ছ, মূনাফার পরিমাণটা এবার ধরা যাক। সাধারণতঃ অনেক ডাইং ক্লিনিং-দোকানে প্রতি কাপড়ে ১• পয়সা হিসাবে চার্জ করা হয়, তাহাতে শতকরা হয় ৩y•। এই সমস্ত কাপড় ধোপার নিকট হইতে শতকরা ২৭০ টাকায় কাচাইয়া লওয়া হয় শুনিয়াছি। তাহা হইলে যদি দৈনিক মোটামুটি চারি শত কাপড় কাচান যায়, তবে ১০ টাকা ( v• x ৪) লাভ হইয়া দোকানের দৈনিক-ব্যয় সঙ্কুলান হইভে পারে। কিন্তু ঐ পরিমাণ কাপড় সংগ্রহ করা অল্প-সংখ্যক দোকানের পক্ষেই সম্ভব। আরজেন্ট, কাপড়ে অবশ্য কিছু বেশী পাওয়া যায়, কিন্তু তাহার সংখ্যা কম। ইহার উপর কাপড় হারাইয়া গেলে দণ্ড দিতে হয় । অবশ্য ব্যবসায়ীর . রসিদে লিখিত থাকে যে, হারাণো বা কাট-ছেড়ার জন্য কোম্পানী দায়ী নয়, কিন্তু ঐ লেখার কোন মূল্য নাই। খরিদ্ধারের লোকসান হইলে তাহার ক্ষতিপূরণ দিতেই হয়। ফলে লোকসান দিয়া কিছুদিন । পরে দোকান গুটাইতে হয় । যাহারা কলিকাতার বাসিন্দা, থাকাখাওয়ার ব্যয় লাগে না, তাহাদের পক্ষে বরং এই ব্যবসা করা চলে, কিন্তু মফঃস্বলবাসীর পক্ষে ইহা মোটেই স্থবিধার নহে। এই সমস্ত আয়-ব্যয়ের স্বল্প হিসাব করিয়া তবে ব্যবসায় আরম্ভ করা উচিত। আয় অপেক্ষা ব্যয়ের হিসাবই বেশী করিয়া ধরা উচিত। তাহাতে ঠকিতে হয় না । a পল্লীবাসী বেকার-সম্প্রদায়ের পক্ষে সামান্ত মূলধন লইয়া কলিকাতায়আসিয়া ব্যবসা করিবার চেষ্টা না দেখিয়া বরং যাহাজের বে সমস্ত পল্লীতে বাস, তাহারা তথাকার উৎপন্ন লঙ্ক, হলুদ, তেতুল, তুলা, পাট প্রভৃতি খরিদ করিয়া নিকটবৰ্ত্তী হাটে হাটে বিক্রয় কৱিলে,