পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসান্ত্রে বাঙালী ব্যবসায়ে বাঙালী পশ্চাতে কেন ? ভারতের অন্যান্য জাতির তুলনায় বিদ্য, বুদ্ধি, প্রতিভায় বাঙালী যে পরিমাণ কৃতিত্ব প্রদর্শন করিয়াছে, ব্যবসাক্ষেত্রে তেমনি এই জাতি সকলের পশ্চাতে পড়িয়া অক্ষমতার পরিচয় দিয়াছে। ইহার কারণ কি ? বিদ্যা, বুদ্ধি ও প্রতিভায় যে জাতি বিশিষ্ট স্থান অধিকার করিয়া আছে, সে জাতি ব্যবসায়-বুদ্ধিতে এত নিস্তেজ হইল কেন ? “বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ”—ব্যবসা-বাণিজ্য ভিন্ন কখনও কোন জাতির শ্ৰীবৃদ্ধি হয় না। জগতে যে জাতি যত ধনী হইয়াছে, অসুসন্ধান করিলে দেখা যাইবে, সে জাতি তত ব্যবসায়-বুদ্ধিশালী । আমাদের এই বাংলাদেশে ব্যবসায় করিয়া হাজার হাজার অ-বাঙালী কোটপতি হইয়াছে ; অথচ নিজের দেশে বাঙালী আঞ্জ উদরান্ত্রের জন্য ‘হায় হায়’ করিতেছে । ইহা কি একটা জাতির পক্ষে কম লজ্জার কথা ? আর সে সামান্য জার্তি নয়—এমন এক জাতি, যে জাতির ইতিহাস আছে—সংস্কৃতি আছে—চিস্তার মৌলিকত্ব আছে। রাজনীতি-ক্ষেত্রে বাঙালীর অপরাজেয় অবদান কে অস্বীকার করিতে পারে ? এই বাংলায়ই স্বদেশী আন্দোলনের স্বত্রপাত। মুমুঘু জাতির প্রাণে নব চেতনা সঞ্চার করিয়া সে আন্দোলনের যখন স্বত্রপাত হইল, ভারতের আর আর জাতি তখন ঘুমাইয়া আছে—রাজনীতিক্ষেত্রে তাহারা তখন শিশু। সমগ্র ভারতবর্ষ আজ যে স্বরাজের দাবী জানাইতেছে,