পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$3. बrदजांद्वग्न बाँडांजौ তিনিও একটি পয়সা দ্বান করিতে কুষ্ঠিত হইয়া বলেন, “মাপ কর” । সমষ্টিগত এই প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র আয় হইতে অনেক বড় বড় কাজ সাধন করাও চলে। কোন একটা পল্লীগ্রামে যদি দুইশত লোকের বাস হয়, তবে একপয়সার কাজে হয়ত দৈনিক ৩y• সংগ্ৰহ হইতে পারে ; মাসে ৯৩২ টাকার উপর রোজগার হয়। উহা একটি ফণ্ডে মজুত করিয়া উহার দ্বারা কি দরিদ্র-সেবা, পল্লীর স্বাস্থ্যোন্নতি, রাস্তাঘাট সংস্কারের সাহায্য হইতে পারে না ? প্রশ্ন হইতে পারে যে,—উক্ত ও এক পয়সা রোজগারকে কিভাবে করিবেন! সকলের পক্ষে অবগু একই উপায়ে উক্ত এক পয়সা রোজগার করা সম্ভব নয়, উচিতও নহে । কারণ একই প্রকারের জিনিস প্রয়োজনের অতিরিক্ত প্রস্তুত হইলে বিক্রয় করা সম্ভব হইবে না। কাজেই যাহার দ্বারা যে কাজের স্ববিধা হইবে, চিন্তা করিয়া তাহাকে সেই পথ ধরিয়া কাজ করিতে হইবে। মহাত্মা গান্ধী বোধ হয় এই উদ্দেশ্যেই চরকায় স্থতাকাটা প্রচলন করিতে চেষ্টা করিয়াছিলেন। পল্লীগ্রামে কেহ স্থতাকাটা, কেহ পাট হইতে দড়ি প্রস্তুত, কেহ একখানি তালপাতার পাখা, কেহ দোকানদারদের छछ कांग्रं८छब्र c*ांत्र, ८कश् श्ब्रड 8ननिक ४०० शङ दिफ़ि थञ्चउ করিলেন, এইভাবে যাহার পক্ষে যাহা স্ববিধা, তাহার পক্ষে সেই কাজ করাই ভাল। কাহার কোন কাজের স্থবিধা, হইবে, তাহার নির্দেশ দেওয়া চলে না । একটু চিন্তা করিলে সকলেই হয়তো এক পয়সার কাজের সন্ধান পাইতে পারেন। জলম, হাঙ্ক-প্যান্ট সেলাই বাংলার ছোট ছোট বালক-বালিকারা সৰ্ব্বদা হাফ, প্যান্ট পরিধান কৃরে। ঐ সমস্ত প্যান্ট চেতলা ও হাওড়া হাট হইতে মফঃস্বলম্ব