পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে প্রতিযোগিতা ব্যবসায়ে প্রতিযোগিতা সম্বন্ধে আমি পূৰ্ব্বেই এই পুস্তকে স্থানে স্থানে আলোচনা করিয়াছি। কাজেই এ সম্বন্ধে আর বিশেষ কিছু জালোচনা করিব না, শুধু ইহার মূল কারণ সম্বন্ধে দুই একটি কথা বলিব মাত্র। ব্যবসায়ীর সংখ্যা অতিরিক্ত বাড়িয়া গিয়াছে বলিয়াই যে এই প্রতিযোগিতা বাড়িয়াছে একথা সত্য হইলেও তাহাই একমাত্র কারণ নহে। ইহার মূলে রহিয়াছে কতকগুলি গলদ-যেমন, ব্যবসায়ীদিগের সঙ্ঘবদ্ধতা নাই—পরস্পরের মধ্যে কোনপ্রকার মিল বা একতা নাই। একে বাংলায় হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িকতা-ভাব বৃদ্ধি পাইতেছে, তদুপরি অবাঙালী ব্যবসায়ীদিগের সহিত বাঙালী ব্যবসায়ীদিগের ঠোকাঠুকি লাগিয়া আছে। যে যেভাবে পারিতেছে, বাজার দখলের চেষ্টা করিতেছে। সস্তায় মাল বিক্রয় করিয়া খরিদার হাত করার জন্য ভেজালের মাত্রাও দিন দিন বাড়িয়া চলিয়াছে । অনেক ব্যবসায়ী খরিদারকে বাজারে আসিয়া মাল থরিদের জুযোগ না দিয়া বিনা খরচায় ( Free delivery ) লরী কিংবা গাড়ীতে মাল বোঝাই দিয়া খরিদ্ধারের দোকানে পৌছাইয়া দিতেছে। নিজেদের লাভের অংশ কমাইয়া ফেলিয়া পরস্পরের খরিদার ভাঙ্গাভাঙ্গি চলিতেছে। বর্তমান . অর্থ-সঙ্কটের দিনে যে যত বেণী ধারে মাল ছাড়িতে পারে, খরিদ্ধার তাহার কাছেই তত বেশী জড় হইতেছে । ব্যবসায়ীদের কোন সঙ্ঘ না থাকায় এইপ্রকার প্রতিযোগিতার মধ্যে পড়িয়া অনেক ব্যবসায়ীর অবস্থা শোচনীয় হইয়া উঠিতেছে। অবিলম্বে हैशंब्र ७कül ejठिकांग्र नां श्हे८ण, बादगांद्वग्न ििकङ्गा थांक गकरणब्र भएक श्रृंख् श्हेद । (