পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৯ ব্যবসায়ে বাঙালী

  • (Association)

কোন কোন ব্যবসায়ীদের মধ্যে সঙ্ঘ (Association ) আছে বটে, কিন্তু তাহার ভিতরেও অনেক গলদ । কাগজে-কলমে সঙ্গেযর নিয়ম মানিয়া চলিলেও খরিদার-ভাঙ্গাভাঙ্গির জন্ত ভিতরে ভিতরে সকলেই খরিদারকে সুবিধা প্রদান করেন । এই সমস্ত প্রতিযোগিতার হাত হইতে রক্ষা পাইতে হইলে, ব্যবসায়ীদিগের সঙ্ঘবদ্ধ হওয়া একাস্ত আবশ্যক। কিন্তু সজ্যের কার্ষ্য শুধু প্রস্তাব, অহুমোদন, সমর্থন প্রভৃতিতে পৰ্য্যবসিত থাকিলে চলিবে ন, চাই সৰ্ব্বাগ্রে তাহাদের মনের পরিবর্তন। নতুবা উহা প্রহসনে পরিণত হইবে । ১৩৪৫ সালের ৯ই আষাঢ় তারিখের আনন্দবাজার পত্রিকায় থবর প্রকাশিত হয় । “গত বুধবার অপরাহ্লে এলবার্ট ইনষ্টিটিউট হলে কলিকাতা পোষাক ও বস্ত্রব্যবসায়ী সমিতির একটি অধিবেশন হয় । সমিতির সহকারী-সভাপতি শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ চক্রবর্তী সভাপতির আসন গ্রহণ করেন। সভায় কলিকাতার বিভিন্ন বাজারের পোষাক ও বস্ত্রব্যবসায়ীরা সমবেত হইয়াছিলেন । শ্রম ও বাণিজ্য-বিভাগের মন্ত্ৰীমহাশয় বঙ্গীয় দোকান নিয়ন্ত্রণ সম্বন্ধে একটি বিল আনয়নের পরিকল্পনা করিয়াছেন। উক্ত বিল সম্বন্ধে সমিতির স্থচিস্তিত অভিমত নির্ণয়ের জন্য সভার বিশিষ্ট কয়েকজন সভ্য লইয়া একটী সাব-কমিটী গঠন করা হয় ।” ইহা হইতে প্রতীয়মান হয় যে, এই ব্যবসা সম্বন্ধে আমি সবিশেষ অবগত না থাকিলেও, ঐ সম্বন্ধে এই পুস্তকে যাহা আলোচনা করিয়াছি তাহা সত্য । পোষাক ও বস্ত্র-ব্যবসায়ীরা যে প্রতিযোগিতার • ঠেলায় পড়িয়া এই জাতীয় বিল কাউন্সিলে পাশ করাইবার চেষ্টায় আছেন, তাহাতে আর সন্দেহ নাই । సె