পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>{3} ব্যবসায়ে স্বাঙালী কুম ব্যয় হয় না । দেশে যখন ষে রেওয়াজ আসিয়াছে, কোন গুণাগুণ বিচার না করিয়া তৎক্ষণাৎ তাহাকে আমরা কোল দিয়াছি । চীনারা এত বড় আফিমের নেশা পরিত্যাগ করিতে পারিয়াছে, আর আমরা uई नांशांश cनशी झांख्रिाउ •ांब्रिय मां ! दांडांजौ दफ़ बन्नकब्र+धिग्न জাতি। আমাদের ভিতরে যতগুলি কু-অভ্যাস ঢুকিয়াছে, তাহার সবই প্রায় অন্তের নিকট ধার করা। দেশের যুবকদের একদল যদি সঙ্ঘবদ্ধ হইয়া বৰ্ত্তমান ফ্যাসনের বিরুদ্ধে সংগ্রাম চালনা করে, এবং সংবাদপত্রে এ সম্বন্ধে প্রবন্ধ লিখিয়া প্রচার করে, তাহা হইলে ক্রমশঃ স্বফল ফলিবে । এই আন্দোলনে অর্থের প্রয়োজন নাই—প্রয়োজন কেবল সাহস ও শক্তির। কলিকাতার কলেজ-হোষ্টেলের যুবক-সম্প্রদায় কর্তৃক যদি প্রথম এই আন্দোলনের সূত্রপাত হয়, তাহা হইলে অনতিবিলম্বে বাংলার পল্লীতেও ইহার সুফল ফলিবে । কারণ, বলিতে গেলে তাহাদের দ্বারাই পল্লীঅঞ্চলে এই রোগ সংক্রামিত হইয়া পড়িয়াছে, আবার তাহাদেরই চেষ্টায় ইহা দূরীভূত হইতে পারে। ع - আলাড়ম্বর পোষাক-পরিচ্ছদ আহার-বিহার সম্বন্ধেও যেমন সংযত হইতে হইবে, পোষাকপরিচ্ছদ সম্বন্ধেও বাঙালীকে তেমনি সংযত হইতে হইবে । পোষাকপরিচ্ছদে সংসারের এক একটি লোকের জন্য অন্ততঃ ২৫/৩০ টাকা বছর বায় হয়। উহাকে যতদূর সম্ভব সহজ ও সাদাসিধা করিয়া ব্যয়-সঙ্কোচ করিবার ব্যবস্থা করা উচিত। খন্দর পরিতে যদি অস্ববিধ হয়, অন্ততঃ বাংলা দেশের মিলের তৈরী কাপড়-জামা খরিদ করিতে হইবে । তাহাতে বাংলার মিলগুলি শীঘ্রই উন্নত হইয়া উঠিবে। বর্তমানে ভারতের সব প্রদেশবাসীরাই “Domicile" প্রশ্ন তুলিয়াছে, এমন কি আসামে পর্যন্ত বাঙাল খেদা আন্দোলনের স্বত্রপাত হইয়াছে।