পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

st ব্যবসায়ে বাঙালী কিছু স্বাৰ্থ আছে। জাষার ব্যক্তিগত অভিজ্ঞত হইতে এখানে একটি घऎमॉब्र फे८झर्ष कब्रिएउहि । কোঙ্গ এক পরিবারে /৪ পাই অংশের জনৈক স্বরিক একটি যৌথ সম্পত্তির জলকর বার্ষিক ৯০ টাকায় বিলি-বন্দোবস্তের জন্য জনৈক প্রার্থীর নাম প্রস্তাব করিলে অন্যান্য স্বরিকগণসন্দেহ করিলেন যে, হয়তো ইহার মধ্যে র্তাহার কিছু ঘুষের ব্যবস্থা আছে ; তজ্জন্ত কেহই তাহার প্রস্তাবে সম্মত নাহুইয়া বলিলেন, “উক্ত জলকর বিলির জন্য হাটে-বাজারে ঢোল পিটাইয়া দেওয়াহউক। যাহার দর বেশী পাওয়া যাইবে, তাহাকেই বিলি করা হইবে।” কিন্তু যিনি পূৰ্ব্বপ্রার্থীর জন্য প্রস্তাব করিয়াছিলেন, তিনি অপরাপর স্বরিকগণের মনোভাব ও কাৰ্য্য-ক্ষমতা বিশেষভাবেই জ্ঞাত ছিলেন। তজ্জন্ত তিনি উক্ত প্রার্থীর নিকট হইতে গোপনে ৯১২ টাকা গ্রহণ করিয়া তাহাকে বলিয়া দিলেন—“যাও, তুমি গিয়া উক্ত জলকর দখল কর, পরে যাহাই হউক আমি তাহার ব্যবস্থা করিব।” এদিকে এক বৎসরের মধ্যে অন্যান্য স্বরিকগণ ঢোল পিন্টাইয়া জলকর বন্দোবস্তের কোন চেষ্টাই করিলেন না। কাজেই উক্ত স্বরিকের /৪ পাই অংশের প্রাপ্য ৭০ স্থলে ৯০ টাকা লাভ হইয়া গেল । পরম্পরের প্রতি অনাস্থার জন্য এই ভাবে যৌথ-সম্পত্তি ধ্বংস হইতেছে। তদুপরিবর্তমান অর্থ-সঙ্কটের দিনে প্রজার নিকট হইতে যথাসময়ে খাজান আদায়ও হয় না । ইহার উপর সম্প্রতি আবার প্রজারা ঋণশালিণী বোর্ডের আশ্ৰয় লইতেছে। কাজেই পল্লীর ঐ সমস্ত সম্পত্তিশালীর নির্দিষ্ট দিনে কালেক্টরীর রাজস্ব সংগ্রহ করিয়া দাখিল করিতে না পারায় প্রায় প্রতি কিস্তিতে তাহাদের সম্পত্তি নীলাম-বিক্রয় হইতেছে। ৰুরোয়ারী পূজারও ২১ জন কৰ্ম্মকর্তা থাকে, যৌথ-সম্পত্তিওয়ালাদের তাও নাই। পূর্বপুরুষ-নির্শিত ঠাকুর-দালানের ছাদে গাছ জমাইতেছে জল মিয়া ছাদ নষ্ট হইয়া ধ্বসিয়া পড়িতেছে, কিন্তু কে তাহার } 6