পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8S ব্যবসায়ে বাঙালী .খুলনা জেলায় স্বম্বরবন জঙ্গলের সন্নিকটে বড়দল নামক একটি দ্বীপের. মত স্থান" আছে । সপ্তাহে প্রতি রবিবারে সেখানে একটি হাট বসে। বাংলা দেশে এত বড় হাট আর কোথাও আছে কিনা অবগত নহি । এই হাটে প্রায় ২০২৫ হাজার লোকের সমাগম হয় । খরিদার ও ব্যাপারীগণের ৪৫ হাজার নৌকা আমদানী হইয়া থাকে। এই হাটের চারিধারে চাষী-সম্প্রদায়ের বাস । উহা এক-ফসলের দেশ । একমাত্র ধান্য ছাড়া ঐ অঞ্চলে আর কোন বিশেষ চাষ হয় না। উক্ত হাটের মধ্যে একটি স্থানে "গুরু-হাটা’ (‘গো-হাটা’ নয়) আছে। মধ্যবিত্ত শ্রেণীর অল্প শিক্ষিত দুঃস্ত লোকেরা পণ্ডিতগিরি চাকুরীর জন্য প্রতি রবিবার হাটে উক্ত গুরুহাটায় উপস্থিত হন । চাষী-সম্প্রদায়ের মধ্যে যাহাদের পণ্ডিতের আবশ্বক, তাহারা গুরুহাটায় উপস্থিত হইয়া পণ্ডিত মহাশয়ের পরীক্ষা করে। প্রশ্নের নমুনা এই প্রকার,—“টাকায় ৫ পালি ৬ কোন * ধান্য হইলে এক শলা ধান্তের দাম কত ?” যিনি এই জাতীয় প্রশ্নের ঠিকমত জবাব দিতে পারেন, তিনি পরীক্ষায় পাশ হইয়া মাসে ৫৬২ টাকা বেতনে গুরুগিরিতে নিযুক্ত হন । আহার-বাসস্থান অবশ্য তাহারাই দিয়া থাকে, কিন্তু নিজের রান্না করিয়া খাইতে হয় । পণ্ডিত মহাশয়ের কাজ ( duty ) ঐ সমস্ত চাষী-সম্প্রদায়ের ছেলে-পড়ানো এবং তাহদের ধান্ত-বিক্রয়ের সময় দর কষিয়া টাকার হিসাব করিয়া দেওয়া। কখন কখন জমিদার-মহাজনের ঋণ পরিশোধ করিয়া তাহারা যে দাখিলা রসিদ পায়, তাহা ঠিক আছে । কিনা গুরুমহাশয়কে পরীক্ষা করিয়া দেখিতে হয় । যিনি উহাতে ভুল করেন, তাহার চাকুরী থাকে না। এই প্রবন্ধটি প্রেসে যাওয়ার পর জানা গেল যে, বেকার-সংখ্যা অত্যধিক বৃদ্ধি পাওয়ায়, গুরু-মহাশয়েরা এখন আর হাটে না বসিয়া চাৰী-সম্প্রদায়ের বাড়ী বাড়ী ঘুরিয়া চাকুরী সংগ্রহ করেন। পৌষ-মাখ SSASAS SSAS SSAS SSAS SSAS , , * ১৬ কোণে এক পালি । ১ পালিতে /a সের i ২• পালিতে 빠