পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলার কুটার-শিপ ধংস \9 إي তাহার কারণ বাংলার বহু কুটর-শিল্পই লোপ পাইয়াছে। এই কুটার-শিল্প কেন এবং কিরূপে ধ্বংস হইল, সে কথা লিখিতে হইলে এক মস্ত ইতিহাস হয়। যোগ্যতর ব্যক্তি সে ভার গ্রহণ করিবেন। মনস্বী যদুনাথ সরকারের মত কোন পণ্ডিত ব্যক্তি যদি এ ভার গ্রহণ করেন, অনেক অজ্ঞাত সত্যের উপর আলোক-সম্পাত হইবে। আমি মোটামুটি কয়েকটি কারণ উল্লেখ করিয়া যাইব মাত্র। মেদিনীপুরের কাটির মাহুর মেদিনীপুর জেলার কাঠির মাদুর এক সময়ে একটি অতি-প্রচলিত কুটার-শিল্প ছিল । ইহা দ্বারা পল্লীর বহু গৃহস্থের অন্ন-সংস্থান হইত। প্রতি সপ্তাহে মেদিনীপুর হইতে ১৫২০ হাজার টাকার মাদুর ভারতের সৰ্ব্বত্র, এমন কি, জাভা সিংহলে পৰ্য্যন্ত রপ্তানি হইত। সস্তায় জাপানী মাদুর আমদানির ফলে এই কুটার-শিল্পটি একেবারে ধ্বংস হইয়াছে। সম্প্রতি ভারত-গবর্ণমেণ্ট জাপানী মাছরের উপর যদিও কিছু শুদ্ধ বৃদ্ধি করিয়াছেন, এবং সেই ভরসায় গৃহস্থেরা পুনরায় কাঠির চাষ আরম্ভ করিয়াছে,তাহা হইলেও প্রতিযোগিতায় দাড়াইবার মতন অবস্থা এখনও হইয়াছে কিনা সন্দেহ। ভারত-গভর্ণমেণ্ট যদি জাপানী মাদুরের উপর আরও কিছু শুষ্ক বৃদ্ধি করেন, তাহা হইলেউক্ত কুটার-শিল্প পুনরুজ্জীবিত