পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ዓ¢ वादनांटग्न कवंडोली tাভ-লোকসান যে কেহই বোঝেন না, তাহা নহে। কিন্তু স্বরিকগণের মধ্যে পরম্পরের এমন একটা জিজ ও হিংসাভাব দেখা যায় যে, সৰ্ব্বস্ব নষ্ট হইলেও তাহাজের নিজেদের জিদ বজায় রাখিতেই হইবে । বরং একান্নবৰ্ত্তী পরিবারের অল্প পৃথক হইলে বিশেষ ক্ষতি নাই, কিন্তু যৌথ-সম্পত্তি বিভক্ত হইলে যথেষ্ট ক্ষতির কারণ আছে । আমি জানি, কোন একটি সন্ত্রাস্ত ব্রাহ্মণ-পরিবারের সম্পত্তি-বিভাগ লইয়া হাইকোর্টে পাটিসনের মামলা রুজু হয়। দীর্ঘকাল মামলা চলিল, এটর্ণিগণের উদর ভৰ্ত্তি হইল, তারপর এটর্ণিরাই সালিশ নিযুক্ত হইয়া সম্পত্তি ‘পাটি সন’ করিয়া দিলেন । কিন্তু এটর্ণি মহাত্মারা পারিশ্রমিকের ষে বিল দিলেন, তাহা মিটাইতে গিয়া যে সম্পত্তি বাটোয়ারা হইয়াছিল, সেই সম্পত্তিই বিক্রয় হইয়া গেল ।

      • घांन्ट्ठा =घांन्ट्व डठोंन्द्र डच्ॉन्ट्व**

এই যে বিচ্ছিন্ন-ভাব-শিক্ষিত পরিবারের মধ্যেই এটা দেখা যায় বেশী। বর্তমানে ঐ আদর্শের ছোয়াচ অশিক্ষিত পরিবারের মধ্যেও আসিয়া লাগিয়াছে। আজ যাহারা এই আদশের স্বষ্টি করিতেছেন, তাহাদের পুত্রগণও যে উক্ত আদর্শ অনুসরণ করিবেন, তাহ কে বলিতে পারে ? শিক্ষিত-সম্প্রদায়ের “যার যার তার তার” ভাবট ইংরাজ জাতির আদর্শ হইতেই গৃহীত। কিন্তু ইংরাজ জাতির মধ্যে অন্যান্য যে সমস্ত গুণ আছে, শিক্ষিত-সম্প্রদায় তাহার কিন্তু অমুসরণ করেন না । কেবল র্তাহাদের দাম্পত্য জীবন-যাত্রাটারই অনুকরণ করেন, যাহা আমাদের সংসারে মোটেই খাপ যায় না। ইংরাজ জাতির সংসার বলিতে স্বামী, স্ত্রী ও নাবালক পুত্র-কন্যা । আর বাঙালী জাতির সংসার বলিতে মা, বাপ, ভাই, বোন, মাসী, পিশী—সব। ইংরাজেরা সকলেই উপার্জন করে। যদি কেহ তাহা না পারে, তবে সে বিবাহও করে না।