পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে बां७ॉलौ »ፃow ইংরেজ জাতি কখনও ব্যবসায়ক্ষেত্রে কাহাকে ঠকাইয়া লাভ করিতে চায় না। কোন মালের অর্ডার লইয়া খারাপ বা ভেজাল মাল সরবরাহ:ইহা ইংরাজ ব্যবসায়ীদের প্রকৃতি-বিরুদ্ধ। এই জন্যই অন্যান্য সকল জাতি অপেক্ষা ব্যবসায়ক্ষেত্রে ইংরাজদের স্বনাম বেশী। আর আমাদের শিক্ষিত বাঙালী-সম্প্রদায় কি করেন ? যাহারা ব্যবসায় আরম্ভ করিয়াছেন, র্তাহার লোককে ঠকাইয়া কি উপায়ে দু’পয়সা লাভ করিবেন, এই উপায় উদ্ভাবনেই সৰ্ব্বদা সচেষ্ট । এই জন্যই শিক্ষিত বাঙালীর কোন ব্যবসায়ে জনসাধারণের বিশ্বাস নাই । এই কলিকাত সহরে শিক্ষিত বাঙালী-বাবুরা কতকগুলি বিবাহ মৃত্যু-ইন্‌সিওর কোম্পানী খুলিয়া পল্লী-গ্রামের কত দরিদ্র অনাথ বিধবার যে সৰ্ব্বনাশ করিয়াছেন তাহার ইয়ত্তা নাই। বর্তমান বেকার-সমস্তার দিনে লোককে চাকুরী দিবার প্রলোভন দেখাইয়া একদল লোক (ইহারাও শিক্ষিত-সম্প্রদায়)মিথ্যা আফিস খুলিয়া লোকের নিকট হইতে টাকা ডিপজিট লইয়া কত লোককে যে ঠকাইতেছেন, দৈনিক সংবাদপত্রের আইন-আদালত'এর পাতা খুলিলেই তাহ দেখা যায়। আইনকে ফাকি দিয়া সাধারণ লোককে ঠকাইবার অভিনব ফন্দি শিক্ষিত লোকের মাথায় যত আসে, অশিক্ষিত লোকের মাথায় তাহার শতাংশের একাংশও আসে না । আর সভ্যতার চাল-চলন, অভাব-অভিযোগের মাত্রা যত বেশী বৃদ্ধিপাইতেছে, প্রতারণার বিচিত্র বিচিত্র কৌশলও যেন তত বেশী আবিষ্কৃত হইতেছে। বর্তমান শিক্ষার দণন শুনিতে পাই, রাষ্ট্র-চেতনা (political consciousness) sffr আমাদের বর্তমান শিক্ষার একটা বিশিষ্ট দান। তা’ হ’বে। কিন্তু যখনই দেখিতে পাই, ভারতের অন্যান্ত প্রদেশের রাষ্ট্র-নেতাগণ নিজ