পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসাঁয়ে বাঙালী o ty8 छाGनब cशानाद्र हेश खाडाब खात्र श्रेड । बर्डमाप्न भयडाव মেসিনে ডাল-ভাঙ্গা কাজ চলিতেছে। ঐ সমস্ত ভাল মুদি-দোকানদারগণ পাইকারী দরে খরিদ করিয়া খুচরা ও পাইকারী বিক্রয় করে। সাধারণতঃ ইহাতে প্রতিমণে ৮e-eye লাভ থাকে। বাজার দরের হ্রাস-বৃদ্ধি অনুসারে লাভ-লোকসান হয়। ডাল কলাইয়ের দর ফসলের সময়, অর্থাৎ শীতকালে সন্তা থাকে। বর্ষাকালে ঐ দর প্রতিমণে ১২ পৰ্য্যস্ত বৃদ্ধি হইতে দেখা যায়। কারণ আবাদ-অঞ্চলে বর্ষাকালে কোন প্রকার তরকারী পাওয়া যায় না। কাজেই ডাল ছাড়া তাহাদের উপায় থাকে না । মারিকেল ভৈল—এই ব্যবসা আমড়াতলার গুজরাট কাচ্ছি মুসলমান ব্যবসায়ীদের সম্পূর্ণ একচেটিয়া । উহার কোচিন, কলম্বো হইতে উহা আমদানী করিয়৷ কলিকাতার বাজারে বিক্রয় করে। কোচিন, কলম্বো অঞ্চল হইতে প্রত্যেকদিন বাজার-দরের টেলিগ্রাম আসে । উক্ত টেলিগ্রামের দর অনুযায়ী ইহাদের মালের ক্রয়-বিক্রয় হয় এবং তদনুযায়ী এখানকার বাজার-দর কম বেশী হয় । সুপারি, লঙ্কা, মশলা—এই সমস্ত মালও উক্ত ব্যবসায়ীরা আমদানী করিয়া বিক্রয় করে। এই সব ব্যবসায়ীরা এত প্রকাও ধনী যে, মরশুমের সময় সস্তাদরে প্রচুর পরিমাণে মাল মজুত রাখে। আর সমস্ত বৎসর ধরিয়া উহা বিক্রয় করে । এই কারণে এই সমস্ত ব্যবসায়ে উক্ত ব্যবসায়ীরা প্রচুর লাভ করিয়া থাকে। অন্ত কোন জাতির মধ্যে ইহাদের প্রতিদ্বন্দ্বী নাই। ইহারা বাজার-দরের এত খবর রাখে যে, ইহাদের কারবারে শুধু টেলিগ্রাম-ব্যয় ৩৪ শত টাকা । এত খবর রাখে বলিয়াই জিনিষের উপর ইহার এক এক সময় অসম্ভব লাভ করিয়া . থাকে। জিরা, মরিচ, লবঙ্গ প্রভৃতি জিনিযে হয় তো ৩৭২ টাকার খরিদ-মাল ৬০,৬৫২ টাক! দরে বিক্রয় হইতেও দেখা যায়। ইহাৱা