পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 ব্যবসায়ে বাঙালী ৰিক্রয় করিব না” । কিন্তু এক মাসের মধ্যে ༠༠༠་༠༠ 《 টাকা খার পড়িয়া গিয়াছে। তাহার দোকানে অনেক চতুর খরিদুর জুটিয়া গিয়াছে। খরিদারগণ জানে যে, ছোটবাবুকে ঠকাইয়া লওয়া কঠিন কাজ নয় । খরিদার প্রথম দিনে ১০২ টাকা পরিমাণ মাল ওজন করিয়া হয়তো বলিল, “ছোটবাবু! এখন আমার কাছে ৮॥• টাকার বেশী নাই, বাকী ১০ টাকা আগামী পরশ্ব মাল লইতে আসিলে দিয়া যাইব ।” ছোটবাবু দেখিলেন, “তাইতো, ১০২ টাকার মালে মাত্র ১০ টাকা বাকী থাকিতেছে, ইহাতে লোকসান কি ?” খরিদার মাল পাইল । তারপর নির্দিষ্ট দিনে উক্ত খরিদ্ধার পুনরায় মাল লইতে আসিয়াই সৰ্ব্বাগ্রে উক্ত ১t • পরিশোধ করিয়া তারপর ২০ টাকার মাল ওজন করিয়া লইয়া ১৫ টাকা দিয়া বলিল, “বাকী টাকা পাঁচটা আগামী দিনে দিব ।” পর পর খরিদার বেশী বেশী টাকার মাল লইতে লাগিল এবং টাকাও বেশী ধার চলিতে লাগিল। কাজেই ছোটবাবুর প্রতিজ্ঞ আর টিকিল না । তিনি এখন ধারে মাল বিক্রয় আরম্ভ করিয়াছেন । কোন খরিদার আসিয়া হয়তো জিজ্ঞাসা করিল, “চিনির দর কত ? বলা হুইল ৭•, খরিদার হয়তো বলিয়া বসিল, “বলেন কি ? অমুক দোকানে ৭ টাকা দরে বিক্রয় হইতেছে, আপনার এখানে আসিয়া তো ভাল কাজ করি নাই।” ছোটবাবু ভয়ে ভয়ে খরিদ-চালান খুলিয়া দেখিলেন যে, ৬wy০ দরে চিনি খরিদ আছে। মনে মনে হিসাব করিয়া ভাবিলেন, ৭২ টাকা দরে বিক্রয় করিলে প্রতিমণে ৮• আন মাত্র লাভ হয়। এখন নূতন কারবার, খরিদার সংগ্রহের জন্য প্রথমটা কম লাভেই মাল বিক্রয় করিতে হইবে। কিন্তু এ কথা ছোট বাবুর খেয়াল হইল না যে, মাল আনার নৌকা-ভাড়া, গাড়ী-ভাড়া বাবতে যে চারি অান খরচ হুইয়াছে তাহ ধুরিয়া ৭y• পড়তা হইয়াছে, স্বতরাং সেই মাল ৭২.টাকায় বিক্রয় করিলে y• লোকসান হইল। যাক, ঐ কারবার