পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S& ব্যবসায়ে স্ত্র এক সময়ে কাঠের ব্যবসায় ছিল প্রচুর লাভের কিন্তু ੇ প্রতিযোগিতায় উহার অবস্থা অতি শোচনীয় হইয়া দাড়াইয়াছে । যে ব্যবসায়ে লাভ দেখা যায়, সকলেরই সেই দিকে ঝোক পড়ে, ফলে ভয়াণক প্রতিযোগিতার স্বষ্টি হইয়া সকলেই ধ্বংস প্রাপ্ত হয় । নিমতলা, শুামবাজার অঞ্চলের বহু পুরাতন বড় বড় কাঠের গোলা এই প্রতিযোগিতার চাপে পড়িয়া ধ্বংস হইয়া গিয়াছে । শাল-কাঠের জঙ্গল লইয়া যদি রেলওয়ে, কলিয়ারী প্রভৃতিতে কট্রাক্ট করিয়া কাঠ সাপ্লাই (supply) করা যায়, তাহা হইলে বেশ লাভ থাকে । কিন্তু ইহাতে বড় পরিশ্রম । তজ্জন্য বাঙালীর মধ্যে এই ব্যবসায়ে খুব অল্প লোকই দেখা যায়। দুই একজন যাহার এই কাজ করেন, তাহার বেশ উন্নতি করিয়াছেন । অ-বাঙালী বহু লোক এই কাজ করিয়া যথেষ্ট অর্থশালী হইয়াছে। হাজারীবাগ রোড ষ্টেসনে খাজান সিং নামক জনৈক পাঞ্জাবী শালকাঠের জঙ্গল খরিদ করিয়া প্রচুর অর্থশালী হইয়া পড়িয়াছে। আসানসোলে কতকগুলি অ-বাঙালী এই ব্যবসায়ে বেশ উপার্জন করিতেছে । ইহার একমাত্র কারণ অ-বাঙালীরা যে প্রকার অস্থসন্ধিৎসু ও পরিশ্রমী, বাঙালীরা তাহার কিছুই নহে । বাঙালীরা যদি বিদেশে বাহির হয়, তবে কোথায় থাকিব, কি খাইব এই ভাবনায় অস্থির হইয়া পড়ে। আর অ-বাঙালীরা লোটা কম্বল সম্বল করিয়া কোন দূর মুলুক হইতে বাংলায় আসিয়া প্রচুর অর্থ উপার্জন করিতেছে। শেয়ার মার্কেট—যে সমস্ত শিক্ষিত যুবক ব্যবসায় করিতে ইচ্ছুক, অথচ বিশেষ কোন ঝঞ্জাটে যাইতে রাজী নয়, তাহাদের পক্ষে শেয়ার খরিদ, বিক্রয়, দালালী করা ভাল। ইহাতে একটু তীক্ষুবুদ্ধিশালী লোক হওয়া দরকার । কারণ পৃথিবীর বাজারের সংবাদ রাখিতে