পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{্যধসায়ে বাঙালী । & е е रुँशएउ, কোম্পানীর বিশেষ স্থবিধা । কারণ কর্মচারী নিযুক্ত করিয়া मॉब्रण ` হইলে, তাহাতে তাহাদের বেতন, যাতায়াত-ব্যয় এবংf খুঃি ধ-ধারে মাল বিক্রয় প্রভৃতি অনেক প্রকারের দায়িত্ব লইষ্ঠে হয়। আর এজেণ্টকে সামান্ত কমিশন দিলে বেশী লাভ করিবার উদ্দেশ্বে তাহারা भाल বিক্রয়ের জন্য যে ভাবে প্রাণপণ চেষ্টা করে, কৰ্ম্মচারীর দ্বারা তাহা সম্ভব নহে। অথচ ইহাতে কোম্পানীর টাকা নষ্ট হইবারও ভয় নাই, কারণ মালের মূল্য ডিপজিট রাখিয়াই এজেন্টকে মাল দেওয়া হয় । i_2- مايي অন্যান্য ব্যবসায় অপেক্ষ ইহাতে দায়িত্ব ও ঝঞ্ঝাট অনেকটা কম আছে। বাজার-দর হ্রাস বৃদ্ধির সহিত এজেণ্টের লাভালাভের কোন সম্বন্ধ নাই । কারণ কোম্পানীর নিৰ্দ্ধারিত দরে মাল বিক্রয় করিতে হয়। অনেক এজেণ্ট বেশী পরিমাণ মাল বিক্রমের দন্ত সময় সময় নিজেদের কমিশন হইতে কিছু অংশ ছাড়িয়া দিয়া থাকে। এজেন্ট যত বেশী পরিমাণ মাল বিক্রয় করিতে পারে, লাভও তত বেশী হয় । অনেক কোম্পানী গুদামভাড়া, লাইসেন্স, কাগজ, পেনসিল প্রভৃতি ষ্টেসনারি জিনিষ সরবরাহ করিয়া থাকে। মাল বিক্রয় হইলে কোম্পানীর নিয়মাকুযায়ী দৈনিক বা সাপ্তাহিক রিপোর্ট দিতে হয় । এজেণ্ট যদি ধারে মাল বিক্রয় করে, তজ্জন্য কোম্পানীর কোন দায়িত্ব নাই । কোম্পানীকে মালের অর্ডার দিলে, তাহারা নিজেরাই উহার মাশুল প্রদানে এজেণ্টের মোকামে পাঠাইয়া দেয়। বাৰ্ম্মাশেল অয়েল কোম্পানী ও ষ্ট্যাণ্ডার্ড অয়েল কোম্পানীর দেশের ছোট-বড় বহু ব্যবসায়-কেন্দ্রে এজেণ্ট নিযুক্ত আছে। এই সকল কোম্পানী কেরোসিনের প্রতি টানে / আনা হিসাবে কমিশন দেয়। গুদামভাড়া, লাইসেন্স, খাতাল্পত্র প্রভৃতি ষ্টেসনারিও দিয়া থাকে। 유 মোকামে যে দরে মাল বিক্রয় হইবে, তাহা কোম্পানী স্থির করিয়া দেয় ।