পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী $१ দ্বিতীয়তঃ, বাজারে ঐ সমস্ত মাল বিক্রয়ের সময়ে তাহারা দালাল বন্ধ করিয়া দিবে। যদি নূতন দালাল লইয়াও মাল বিক্রয়ের চেষ্টা করা যায়, তাহা হইলেও ঐ সমস্ত সঙ্ঘবদ্ধ অ-বাঙালী ব্যবসায়ীরা এমনভাবে মালের দাম কমাইয়া বিক্রয় স্বরু করিয়া দিবে যাহাতে এদেশের নামজাদা বড় ধুনী ব্যক্তিও উহাদের সহিত প্রতিযোগিতায় টিকিতে পারিবে না। অন্যান্য ব্যবসার মধ্যে যদিও বা একটুআধটু ফাক আছে, কিন্তু আমড়াতলার গুজরাট, কচ্ছি মুসলমানের মশলা, নারিকেল তৈল, বাদাম তৈল প্রভৃতি ব্যবসার মধ্যে স্বচ ফুটাইবার ফাকটিও নাই। একমাত্র উপায়, যদি বাঙালীরা কোনদিন সঙ্ঘবদ্ধভাবে একযোগে উহাদের সহিত প্রতিযোগিতা করিতে সমর্থ হয় এবং ঐ সমস্ত মালের খরিদার, ব্যবসায়ীরাও যদি বাঙালী ব্যবসায়ীদের সাহায্য করিতে বদ্ধপরিকর হয়। একমাত্র তাহা হইলেই সফলতা লাভ হয়তে অসম্ভব নয়। নচেৎ উক্ত ব্যবসায়ে যে হস্তক্ষেপ করিতে যাইবে তাহারই ধ্বংস অনিবার্ষ্য । বর্তমানে মাড়োয়ারীরা কেহ কেহ উক্ত ব্যবসায় আরম্ভ করিতেছে । বর্তমান ব্যবসার প্রাজশর বাংলায় যাহা কিছু ব্যবসা করিবার ছিল, আজ তাহার সমস্তই অ-বাঙালীর হাতে গিয়া পড়িয়াছে। দশ বৎসর পূৰ্ব্বেও যদি বাঙালী ব্যবসাক্ষেত্রে ঝুঁকিয়া পড়িত, জীবন-সংগ্রামে বাঙালী আজ পরাস্ত হইয়া চতুর্দিক অন্ধকার দেখিতে পাইত না। যে বাঙালী এতদিন ব্যবসাকে ঘৃণার চক্ষে দেখিয়া আসিয়াছে, আজ তাহার সন্তানসপ্ততি, এমন কি, ব্রাহ্মণ-সস্তানও অল্পবস্ত্রের সংস্থানে জুতার দোকান, ধোপার দোকান, নাপিতের দোকান, চায়ের দোকান খুলিয়া বসিতেছে। কারণ সামান্ত মূলধনে এই সমস্ত নিয়ন্তরের ব্যবসায় ভিন্ন আর কিছু