পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$t ব্যবসায়ে বাঙালী ভালোক = অন্ধকাৱ তু আনন্দবাজার পত্রিকার শারদীয়া সংখ্যায় শ্ৰীযুক্ত বিজয় চঞ্জ দাস বি, এল, মহাশয় তাহার “বাঙালী ব্যবসায়ে পশ্চাৎপদ কেন” প্রবন্ধে অন্যাস্ক যে সমস্ত কারণ উল্লেখ করিয়াছেন, তাহা সত্য। কিন্তু তিনি তাহার প্রবন্ধের একস্থানে লিখিতেছেন, “আবার বাঙালী ব্যবসায়ের দিকে ঝুঁকিয়াছে। দূর কিম্বা অদূর ভবিষ্যতে বাঙালী ব্যবসায়ে চরম উৎকর্ষ করিয়া ছাড়িবে। যে বাংলার রাজধানী কলিকাতায় আজ মাত্র শতকরা ৬ জন বাঙালী ব্যবসায়ী, কালক্রমে সেইস্থলে ৯৪ জন বাঙালী ব্যবসায়ী দেখা দিবে। ব্যবসাক্ষেত্রে মাড়োয়ারী প্রভৃতি অন্যান্ত বিদেশীদের প্রভুত্ব চলিয়া গিয়া বাঙালীর প্রভুত্ব পুনঃ সংস্থাপিত হইবে।” ( ১৯৩৬ সাল ) বিজয়বাবুর উল্লিখিত কথা হয় তো একদিন সত্যে পরিণত হইতেও পারে । তিনি হয় তো এ সম্বন্ধে অনেক চিন্তা করিয়া থাকিবেন। তাহার ভবিষ্যদ্বাণী সত্য হউক আমরা সেই কামনাই করি । কিন্তু বাঙালী ব্যবসার দিকে ঝোক দিতে গিয়া বর্তমানে যে পথটি অবলম্বন করিয়া চলিয়াছে, তাহা ঠিক পথ বলিয়া মনে হয় না। একই ব্যবসায়ে যদি সমস্ত লোক আকৃষ্ট হয়, তাহা হইলে সকলেই যে তাহাতে উন্নতি লাভ করিবে, ইহা আশা করা বৃথা । ওকালতী ব্যবসার মধ্যে হাজার হাজার লোক প্রবেশ করিয়াছে, সকলেরই অন্ন জুটিতেছে বলা চলে কি ? কাজেই ৰিজয়বাবু বাঙালীকে ব্যবসামুখী হইতে দেখিয়া, বাঙালীর অনাগত ভবিষ্যৎকে সমুজ্জল কল্পনা করিয়া যে উল্লাস প্রকাশ করিয়াছেন, আমি কিন্তু ঐ সম্বন্ধে তাহার সহিত একমত হইতে পাজিতেছি না । ব্যবসা-ক্ষেত্রে বাঙালীর ভবিষ্যৎ আরও অন্ধকারময় ছাড়া জালোকোজ্জল কল্পনা করা যায় না। বাঙালী উদরাল্প-সংস্থানের