পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ಶಿ ব্যবসায়ে স্বাঞ্চাঙ্গী হইয়াছিল, কানাইদাসের অনুপস্থিতিতে তাহাই শেষ পৰ্য্যন্ত প্রতি হাজার ১২॥• টাকা বিক্রয় হইয়াছে। চালানী কাল্পকল্প ও লিমিটেড কোম্পানী ংলার যে সকল মনীষী বেকার-সমস্ত সমাধানে যত্নবান, তাহারা যদি কলিকাতা এবং বাংলার বড় বড় মোকামে লিমিটেড, কোম্পানি গঠন করিয়া চালানী মাল বিক্রয়ের আড়ত খুলিতে পারেন, তাহা হইলে বাংলার বেকার-সমস্ত হয়তো অনেকটা সমাধান হইতে পারে। বাংলায় যে সমস্ত লোক চালানী ব্যবসায় করিতে ইচ্ছুক, ইহাতে তাহীদের যথেষ্ট সাহায্য হইবে । আড়তদারকোম্পানীর উদেশ্ব থাকিবে বেকার চালানী-ব্যবসায়ীদিগকে উৎসাহপ্রদানে ব্যবসামুখী করা। প্রত্যেক চালানী-ব্যাপার এই কোম্পানীর কিছু কিছু শেয়ার খরিদ করিবে । ইহার স্বফল হইবে এই যে, ব্যাপারীগণ যখন বুঝিতে পরিবে যে, তাহারাও এই কোম্পানীর এক একজন অংশীদার, কোম্পানীর লাভ হইলে, সে লাভ তাহাদের মধ্যেও বণ্টন হইবে, তখন স্বভাবতঃই তাহাদের উৎসাহ বৃদ্ধি পাইবে। এই কোম্পানীর যদি এক লক্ষ টাকা মূলধন নির্দিষ্ট হয়, তবে সাধারণের নিকট ৮০ হাজার টাকার শেয়ার বিক্রয় করিয়া, বাকী ২০ হাজার টাকার শেয়ার আড়তের চালুানী ব্যাপারীদের জন্য আলাদা করিয়া ( reserve ) রাখিতে হইবে। কারণ স্বল্প-শিক্ষিত সাধারণ ব্যাপারীরা কোম্পানীর উদেশ্ব বুঝিতে পারিবে না; তারপর সমস্ত ব্যাপারীকেও কিছু একদিনে পাওয়া যাইবে না । তাহারা আড়তের সঙ্গে কাজক্ষারবার আরম্ভ করিলে ধীরে . ধীরে কোম্পানীর উদ্বেগু বুঝাইয়া দিয়া, ক্রমশঃ তাহাদিগকে শেয়ার ক্রয় করিতে লুব্ধ করিতে হইবে। আজকাল অনেক ঔষধ \o