পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী t; অবাধেই হইতে পারে। বাঙালী ছাড়া অ-বাঙালীকে এই কোম্পানীর সহিত কোন ভাবেই সংশ্লিষ্ট করিয়া রাখা হইবে না, কোম্পানীর ইহা इहेzब uरुॉ दिभिडे निग्नश । हेशरङ दांडांशैौटनब्र ८कझ् क्रांडूबैौ পাইবে, কেহ বা কমিশনে দালালী করিবে। আর পল্লী অঞ্চলের লোকেরা আড়তে মাল যোগান দিয়া চালানী-ব্যবসায় চালাইবে । এই জাতীয় একাধিক কোম্পানী স্থাপিত হইলেও আপাততঃ প্রতিযোগিতার আশঙ্কা নাই, বরং এরূপ কোম্পানীর সংখ্যা যত বেশী হইরে, ততই ভাল। কারণ একটিমাত্র কোম্পানী কর্তৃক সমগ্র বাংলা দেশের কাৰ্য্য পরিচালন অসম্ভব । মফঃস্বল হইতে পাট, ধান, চাউল, গুড়, কলাই, মণ্ডরী, লঙ্কা, হলুদ, তেতুল, তুল, স্বপারি, মাদুর প্রভৃতি বহু প্রকারের মাল আমদানী হয়। কলিকাতায় এইরূপ বিভিন্ন মালের বিভিন্ন আড়ত আছে । সৰ্ব্বপ্রকার মালের কাজ এক আড়তে হয় না—হওয়া সম্ভবও নহে। যদিও বা সম্ভব হয়, উহ। স্নচারুরূপে পরিচালিত হইবে কিনা সন্দেহ ; সে-ক্ষেত্রে অর্থ ও উদ্দেশ্য দুইই নষ্ট হইবে। কোম্পানীর নিয়মবলীতে যতগুলি কাজে হাত দিবার পরিকল্পনা থাকিবে, সব গুলিতেই একসময়ে হাত দেওয়া উচিত হইবে না । কয়েকটি কাজ আরম্ভ করিয়া তাহা স্বচারুরূপে সম্পন্ন হইতেছে কিনা, উহা বিশেষরূপে পরীক্ষার পর তবে অন্যান্ত কাজ আরম্ভ করিতে হইবে । তাড়াহুড়া করিয়া একসঙ্গে সমস্ত কাজ আরম্ভ করিলে, অভিজ্ঞতার অভাবে আমাদের দ্যায় মহামহোপাধ্যায় ব্যবসায়ীরা বিফলতার তিক্ত অভিজ্ঞতা নিয়াই ঘরে ফিরিবেন। যোগ্য, কৰ্ম্মঠ ও বিশ্বাসী লোকের তত্ত্বাবধানে পরিচালিত হইলে এই জাতীয় ব্যবসার দ্বারা কোম্পানীর তথা জাতির উন্নতি অবশুম্ভাৰী । ক্রম-প্রসার এই সকল কোম্পানী যদি দাড়াইয়া যায়, তবে "ব্যবসায়ে ৰাঙালীর