পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী 88 অবস্থায় ২৪জন দালাল নিযুক্ত করিবার দরকার হইতে পারে। এইতো ব্যয়—ইহা ছাড়া আড়তদারী ব্যবসার আর কোন বাজে ব্যয় নাই। কোম্পানীর সততা ও সহানুভূতি সম্বন্ধে একটা বিশ্বাস জন্মিয়া গেলে দলে দলে অসংখ্য ব্যাপারী জুটিয়া যাইবে । ব্যাপারী সংগ্ৰহ করিতে ৫/৬ মাসের অতিরিক্ত সময় লাগিবে না। কলিকাতা সহরে খামবাজার, উল্টাডাঙ্গা, দাসপাড়া, বেলিয়াঘাটা, পোস্তা, হাটখোলা অঞ্চলে একশতেরও বেশী আডত আছে। ইহাদের অনেকগুলিতেই ব্যাপারীরা কোন সুবিধা পায় না। চালানী মালের তারতম্য অনুসারে ব্যাপারীদের মণ প্রতি • আনা হইতে loya আনা পৰ্য্যন্ত আড়িতদারী কমিশন দিতে হয় । ইহা ছাড়াও অন্যান্য অনেক প্রকারের বাজে খরচ আছে। আড়তদার কোম্পানী যদি একলক্ষ টাকা মূলধন ব্যাঙ্কে মজুত রাখিয়া কাজ আরম্ভ করে, এবং কাববারের প্রাথমিক অবস্থায় ব্যাপারীর মাসে পাচ হাজার মণ মাল বিক্রয় হইবে,—আকুমানিক এইরূপ একটা হিসাব ধরিয়া লওয়া যায়, তাহা হইলে অন্তান্ত আড়তদারের স্থায় আড়তদারী কমিশন এবং বাজে খরচ না লইয়াও শুধু মণপ্রতি ৮০ আনা হিসাবে কমিশন লইয়া মাসিক ৬০০ টাকার উপর জায় হইতে পারে। ক্রমশঃ ব্যাপাবীব সংখ্যা বৃদ্ধি পাইলে উক্ত কমিশন w• আনার স্থলে y• আনা করিলেও ক্ষতি নাই। কারবারের প্রথমাবস্থায় গুদামভাড়া, কৰ্ম্মচারীর বেতন ইত্যাদিতে মাসিক ২৪০৷২৫০ টাকার বেশী আড়ত পবিচালনে দরকার হইবে না । ব্যাপারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবশ্বকাচুযায়ী গুদাম ও কৰ্ম্মচারীর সৃংখ্যা বৃদ্ধি করিলেই চলিবে। পূৰ্ব্বেই বলিয়াছি, প্রত্যেক शानान्नेौरक ८कांच्णानैौब्र फेरफ्ॐ बूवाहेशा निश उांशरभङ्ग निक किडू কিছু শেয়ার বিক্রয় করিতে হুইবে । ব্যাপারীরা যে এই কোম্পানীর অংশীদার, এবং কোম্পানীর লাভ হইলে সে লাভ ষে তাহারাও