পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& ব্যবসায়ে ৰাঙালী পাইবে, ইহা বুঝিতে পারিলে আড়তের প্রতি তাহাজের স্বাভাষিক একটা মমতা জঙ্গিবে এবং বরাবরের জন্ত তাহারা বাধা হইয়া থাকিবে । বাঙালীকে ব্যবসাক্ষেত্রে নামাইবার ইহাই প্রকৃষ্ট উপায় । थ्धांञ्-८ष्धन्झांब्ती चांद्धहीन्द्र न्हन्द्र ज-दांडांलौ दायमांप्लेौब्रां दांशलांब्र ऐंठ९°ीघ्र अष्टनरू छिनिरु १द्रेिन कब्लिष्ट्र এমনভাবে লাভ করিয়া থাকে যে, মনে হয় বাজার-দর যেন তাহাদের খেয়ালের উপর নির্ধারিত হয় । যদি কোন বৎসরে কোন ফসল বাংলায় প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, উক্ত ব্যবসায়ীরা তাহা সস্তায় খরিদ করিয়া এমনভাবে একচেটিয়া করে যে, যে-অঞ্চলের উৎপন্ন মাল সেই অঞ্চলেই বিক্রয় করিয়া উহাতে তাহারা লাভ করে । গত ১৩৪৩ সালের মাঘফাল্গুন মাসে বাংলার যে সমস্ত ধান্ত অ-বাঙালী ব্যবসায়ীরা প্রতিমণ ১t • দরে খরিদ করিয়াছিল, উহা হইতে চাউল প্রস্তুত করিয়া তাহাদের ২॥• টাকায় প্রতিমণ পড়ত হয়। গত ১৩৪৪ সালের বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে উক্ত চাউল সেই সমস্ত মোকামে ৩/০, ৩y• দরে বিক্রয় করিয়া মণপ্রতি তাহারা ॥০, ॥/e হিসাবে লাভ করিয়াছে । আড়তদার-কোম্পানী ইচ্ছা করিলে এই ভাবের কাজ করিয়াও বেশ লাভ করিতে পারেন । বাঙালীর মূলধনও নাই, ব্যবসায়ে অভিজ্ঞতাও নাই। একটা অনভিজ্ঞ জাতিকে ব্যবসাক্ষেত্রে শুধু ঠেলিয়া, দিলেইতো চলিবে না। উহার পশ্চাতে একটা শক্তিশালী প্রতিষ্ঠান থাকা চাই, যাহার সাহায্যে জাতির সাহস ও উদ্যম বৃদ্ধি পায়। নচেৎ বাঙালীকে ব্যবসান্ধে লাফাইয়া পড়িতে বলা আর আত্মহত্যায় প্ররোচিত করা একই কথা । পশ্চাতে যদি কোন শক্তির সাহায্য না থাকে, দুৰ্দ্ধৰ্ষ সৈনিকদলও যুদ্ধক্ষেত্রে বেশীক্ষণ টিকিয়া থাকিতে পারে না। একথা নিয়ত মনে রাখিতে হইবে ।