পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

අළු ব্যবসায়ে বাঙালী হইয়াছে বলিয়া যে আর কোনদিন উত্থান হইবে না, এমন ধারণার কোন কারণ নাই। মুষ্টিমেয় কয়েকজন লোকের বিশ্বাসঘাতকতার জন্ত সমগ্র বাঙালী জাতি প্রায়শ্চিত্ত করিবে, ইহা যুক্তিসঙ্গত কথা নয় । ব্যাঙ্ক-ব্যবসায়ে বাঙালীর মুখে একবার যে চুণকালি পড়িয়াছে, তাহ মুছিয়া ফেলিবার জন্ত আর একবার একট ত্যাগ স্বীকারে কি বাঙালী সাড়া দিবে না ! क्रूटन्ह =वप्नांब्वड কলিকাতা সহরে বাঙালীর অনেকগুলি ব্যাঙ্ক স্থাপিত হুইয়াছে। উহার মধ্যে দুই চারিট ক্লিয়ারিং ব্যাঙ্ক ছাড়া অন্যান্তগুলি আসলে লোন কোম্পানীর আকারে পরিচালিত হইতেছে মাত্র। এই সমস্ত ব্যাঙ্কের মধ্যে যদি কোন একটি নষ্ট হইয়া যায়, তাহা হইলে সে দুর্ণাম বাঙালী পরিচালিত সব কটি ব্যাঙ্কের ঘাড়েই পড়িবে। এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র তিন চারিটী ব্যাঙ্ক একত্র হইয়া যদি একটি শক্তিশালী ব্যাঙ্ক গঠিত হয়, তাহা হইলে সহজে জনসাধারণের বিশ্বাস আসিবে। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাঙ্ক দ্বারা দেশের ক্ষতি ভিন্ন মঙ্গলের কোন আশা করা চলে না ।