পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী 也曾 আতুভদণৱ-কোম্পানী ও বাংলার মিল আড়তদার-কোম্পানী ইচ্ছা করিলে বাংলার শিশু-শিল্পগুলির ( infant industries ) সাহায্য কবিতে পারিবেন । বাংলায় ঘেসমস্ত চিনির কল প্রতিষ্ঠিত হইয়াছে, ঐ সমস্ত কলে বৎসরে ৬ মাস মাত্র কাজ চলে। ইক্ষুব চাষ শেষ হইলে ঐ সমস্ত কলের আর কোন কাজ থাকে না । ৬ মাস কাজ করিয়া ১২ মাস বিক্রয়ের জন্ত মাল মজুত রাখিতে হয়। কিন্তু ঐ সব কোম্পানীর তহবিলে এত প্রচুর টাকা থাকে না যে, তাহারা সমস্ত বৎসরের মাল প্রস্তুত করিয়া গুদাম ভর্তি করিয়া রাখিতে পাবে । কাজেই কলওয়ালাদেব টাকা ধার করিবার প্রয়োজন হয়। এইজন্য অনেক ‘মিল ব্যাঙ্কের নিকট মজুত মালের গুদাম বন্ধক রাখিয়া টাকা ধার করিয়া থাকে। পরে মিলের যখন যেপরিমাণ মাল বিক্রয়ের খবিদার সংগ্রহ হয়, ব্যাঙ্ক সেই পরিমাণ টাকা জমা লইয়া মাল ‘ডেলিভাবী দিয়া থাকে। অথবা মিল খরিদ্ধারের নামে একটা বিল করিয়া ব্যাঙ্কেব নিকট পাঠাইয়া দেয়। ব্যাঙ্ক ঐ বিলের টাকা খরিদারেব নিকট হইতে আদায় করিয়া উক্ত খরিদ্ধারকে বিলের লিখিত পরিমাণ মাল ডেলিভারী দিয়া থাকে । ব্যাঙ্ক মজুত মালেব গুদাম বন্ধক বাথিয়া স্থদ পায়, তদুপরি খরিদ্ধারের নিকট টাকা আদায়ের জন্যও একটা কমিশন পাইয়া থাকে । আড়তদাব-কোম্পানীর যদি যথেষ্ট পরিমাণ মূলধন থাকে, তবে ভাষ্য কমিশন প্রাপ্তির চুক্তিতে এইভাবে টাকা খাটাইয়া বেশ লাভ করিতে পারে। এইভাবে বাংলার যাবতীয় শিল্প-বাণিজ্যের সাহায্য একমাত্র আড়তদার-কোম্পানীর দ্বারাই হইতে পারে। এই উপায়ে জাড়তদার-কোম্পানী আতি অল্পকাল মধ্যেই যেমন যথেষ্ট উন্নতি প্রদর্শন করিতে পারিবে, তেমনি সঙ্গে সঙ্গে বাঙালী জাতির ব্যৰসীবাণিজ্যেরও যথেষ্ট সাহায্য ও পৃষ্ঠপোষকতা (backing) করিতে