পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہ/ع আজ ভিন্ন-প্রদেশীয় লোকেরা দখল করিয়া বসিয়া আছে । ঐ সমস্ত ধনী অ-বাঙালী ব্যবসায়ীদিগের প্রতিযোগিতার সম্মুখীন হইয়া ব্যবসায় করিতে হইলে পশ্চাতে চাই একটি শক্তিশালী প্রতিষ্ঠান। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে ভিত্তি করিয়া তাহারই কথা এই পুস্তকে লিপিবদ্ধ করিতে চেষ্টা করিয়াছি । বাঙালীকে ব্যবসামুখী করিবার জন্য আমি এ পুস্তকে কয়েকটি কার্যকরী "স্কিম’ দিয়াছি এবং এই প্রসঙ্গে বহু যুক্তির অবতারণা করিয়াছি । কিন্তু সমষ্টিগত চেষ্টা ছাড়া ব্যক্তিগত চেষ্টায় বা অর্থে কোন পরিকল্পনাই সফল হইবে না । বাংলার যে সকল মনীষী বা কংগ্রেসকর্তৃপক্ষ বেকার-সমস্ত্য সমাধানে আগ্রহশীল, তাহারা যদি তাহদের প্রতিষ্ঠা ও ঐকান্তিক চেষ্টা নিয় অগ্রবর্তী হন, আমার স্কিম (scheme) কার্য্যে পরিণত হইতে পারে, এবং ইহার সফলতা সম্বন্ধেও আমি নিশ্চয়তা দিতে পারি। বাল্যকালে পড়িয়াছিলাম, বিড়ালের অত্যাচারে অতিষ্ঠ হইয় ইদুরদের নাকি মন্ত্রণা-সভা বসে। তাহাতে স্থির হয়, বিড়ালের গলায় ঘণ্টা বধিয়া দিতে পরিলে আর ভাবনা নাই—বিড়াল আসিতে ন৷ আসিতেই ঘণ্টার শব্দে সচকিত হইয়া তাহার। পলাইয়া বঁচিবে । কিন্তু ঘণ্টা বাধিবার ও কেহ জুটিল না, মন্ত্রণা-সভার প্রস্তাব ও আর কার্য্যে পরিণত হইল না। এ ক্ষেত্রেও সেই কথা। যদি বাংলা দেশে উপযুক্ত কৰ্ম্মঠ লোক না জুটে, তাহা হইলে আমার পুস্তকে লিপিবদ্ধ যুক্তিপরামর্শ কেবল পুস্তকেই সীমাবদ্ধ হইয়া থাকিবে । আমি নিজে বাঙালী । বাংলার মাটি, বাংলার জল শুধু আমার প্রিয় নয়,—ইহার সঙ্গে আমার নাড়ীর সম্পর্ক। বাংলার গৌরবে আমি নিজকে গৌরবান্বিত মনে করি ; বাংলার তরুণদের আমি শ্রদ্ধা করি,— ভালবাসি। তবু আমার এই পুস্তকে স্থানে স্থানে আমার স্বদেশীয়