পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী §§

    • satefos at evoi" (Forward Contract)

ধনী অ-অবাঙালী ব্যবসায়ীরা পল্লী-অঞ্চলের বড় বড় মোকামে গী গুদাম ভাড়া লইয়া, তাহাদের নিযুক্ত কৰ্ম্মচারীর সাহায্যে পাট, ধান প্রভৃতি খরিদ করিয়া থাকে। উক্ত ব্যবসায়ীরা জুটু মিল কিংবা ইউরোপীয় ব্যবসায়ীদের সহিত আওতি সওদার’ (forward contract) झुखि গ্রহণ করে। উক্ত আওতি সওদার চুক্তিতে লিখিত থাকে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে নিৰ্দ্ধারিত দরে এত পরিমাণ মাল সরবরাহ করিতে হইবে। তাহা না পারিলে চুক্তির সর্ব অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধা থাকিবে। এই প্রকার চুক্তিতে মাল বিক্রয় করিতে হইলে ক্রেতার নিকট মালের মূল্যের শতকরা ১০।১৫২ ডিপোজিটু রাথিতে হয়। যাহারা এই সমস্ত 'কণ্টাক্ট" লয়, তাহারাই বাংলার বড় বড় মোকামে আড়ত খুলিয়া মাল খরিদ করে । মোকামে বসিয়া মাল খরিদ করিতে পারিলে সন্তায় প্রচুর পরিমাণে মাল সংগ্রহ করা যায় বলিয়াই তাহারা মোকাম হইতে মাল কিনে, নতুবা কলিকাতার আড়তে আড়তে যে সমস্ত মাল আমদানি হয়, তাহাও তাহারা খরিদ করিতে পারিত, কিন্তু তাহাদের আশঙ্কা থাকে,—পাছে কলিকাতায় আমদানি মাল অধিক দরে খরিদ করিতে হয়, এবং পাছে বা নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তির পরিমাণ মাল সংগ্রহ না হয়। তাহারা যে মফস্বলে গিয়া গল্পী-গুদাম ভাড়া লইয়া, লোকজনের মাহিনা দিয়া, মাল খরিদের জন্য এত টাকা ব্যয় করে, তাহার উদ্দেগুই হইল চাষীদের নিকট হইতে সস্তায় প্রয়োজনীয় মাল সংগ্রহ করা । কলিকাতায় বসিয়া তাহা সম্ভব হয় না। ফলে, যাহার রৌদ্র, বর্ষ, শীতে প্রাণপাত করিয়া .ফসল উৎপাদন করে, তাহারা কিছুই পায় না। . ইহার লাভ ভোগ করে মধ্যশ্রেণী ব্যবসায়ী (middlemen) ও মিলওয়ালারা । মিল