পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায় করিতে হইলে কি কি গুণ থাকা দরকার দিন দিন চাকুরী দুষ্প্রাপ্য হওয়ায়, সাধারণ লোক আজকাল ব্যবসার দিকে ঝোক দিয়াছে, ইহা অবহু শুভলক্ষণ । কিন্তু এজন্য কয়েকটি গুণ আয়ত্ত করা চাই। প্রথমেই ব্যবসার হিসাবপত্র রাখিতে শিক্ষা করা প্রয়োজন। হিসাবপত্র রাখিতে না জানিলে বর্তমান প্রতিযোগিতার দিনে ব্যবসায় করিয়া সফলকাম হওয়া মুকঠিন। ডিগ্রীধারী শিক্ষিতসম্প্রদায় একথাটা মোটেই বুঝিতে চাহেন না। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীর মোহই এই অন্ধ গর্বের কারণ, সন্দেহ নাই। তাই দেখিতে পাই রীতিমত মূলধন ফেলিয়া ব্যবসা করিতে গিয়া অনেকে মূলধন হারাইয়াছেন। মালিক যদি হিসাবপত্র না বোঝেন, শুধু কৰ্ম্মচারীর উপর নির্ভর করিয়া ব্যবসায় করা চলে না । হউক কৰ্ম্মচারী বিশ্বস্ত, ব্যবসার মালিক নিজে যদি হিসাবপত্র না বোঝেন, তাহা হইলে তাহাকে সৰ্ব্বদাই কৰ্ম্মচারীর মুখাপেক্ষী হইয়া তাহার হাতের পুতুল-স্বরূপ থাকিতে হয়। তাহাতে সে কারবারে কোন প্রকার শৃঙ্খলতা থাকে না । এমন প্রায়ই দেখা যায় যে, অনেক ব্যবসায়ীর কৰ্ম্মচারী চাকুরী ত্যাগ করিয়া বিনা মূলধনে বা অতি সামান্য মূলধনে বেশ ভাল ব্যবসায় ফাদিয়া বসিয়াছেন । ইহা কিসে সম্ভব হয় ? কারণ বড় ব্যবসায়ীর নিকট চাকুরী করিয়া, ব্যবসায় সম্বন্ধে তাহার বেশ অভিজ্ঞতা সঞ্চয় হয় এবং সেই অভিজ্ঞতার ফলে বড় বড় মহাজন ও দালালের সহিত বিশেষ ঘনিষ্ঠত জন্সিয়া যায়। সেইজন্য ঐ সমস্ত লোক ব্যবসায় আরম্ভ করিঙ্গে,