পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী Պօ ধরা পড়িলে তৎক্ষণাং মহাজনকে জানাইয়া দেওয়া উচিত। ঐ ভুলের স্বযোগ লইয়া খানিকটা লাভ করিয়া লওয়ার প্রবৃত্তি থাকা ব্যবসায়ীর উচিত নহে। ইহাতে মহাজনের নিকট বিশ্বাসী হওয়া যায় । ব্যবসায়ে সাধুতাই সৰ্ব্বোৎকৃষ্ট নীতি । ব্যবসায়ীর মন সরল ও উদার হওয়া আবশ্বক। যাহাদের মধ্যে সে গুণ না থাকে, তাহারা ব্যবসায় করিয়া উন্নতি করিলেও স্বনাম লাভ করিতে পারে না। বাক-চাতুর্ঘ্যে বাহাদুরী প্রচার করিলে, তাহাতে ব্যবসায়ীর ক্ষতি ছাড পশার বৃদ্ধি পায় না। কার্ধ্যের সততায় ও ব্যবহারের মধুরতায় খরিদ্ধারের মন যেরূপ আকর্ষণ করা যায়, বড় বড় বক্তৃতায় তাহা সম্ভব হয় না। কথার মুল্য ব্যবসাদারের কথার মূল্য খুব বেশী। যে-ব্যবসায়ী কথার মূল্য ঠিক রাখে না, খরিদার বা মহাজন তার দিকে ঘোঁসিতে চায় না। দেনা-পাওনায় যেমন কথা ঠিক রাখা দরকার, কারবারেও তেমনি । কোন খরিদারকে কোন জিনিস নিদিষ্ট দরে বিক্রয় করিবার প্রতিশ্রুতি দিবার পর, হঠাৎ যদি সেই জিনিসেব দাম চড়িয়া যায়, তাহা হইলে দর চড়িয়া গিয়াছে বলিয়া থরিদারকে সেই জিনিস প্রতিশ্ৰুত-দরে বিক্রয় করিতে আপত্তি করা মোটেই উচিত নহে। এমন কি, মনে বিন্দুমাত্র কুষ্ঠার ভাব না আনিয়া, সরল মনে হাসিমুখে তাহ দেওয়া দেওয়া উচিত। খরিদ্ধারের ( customers ) উন্নতিতে ব্যবসায়ীর সৰ্ব্বদা আনন্দবোধ করা উচিত। খরিদার দু’পয়সা লাভ করিয়া উৰ্ত্তরোত্তর উন্নতি করুক, প্রকৃত ব্যবসায়ীর ইহাই হুইৰে বাঞ্ছনীয়। ষে ব্যবসায়ী খরিদ্ধারকে শোষণ করিয়া কেবল নিজের উদর পূর্ণ করিতে চায়, বাজারে তাহার স্বনাম থাকে না । মোটকথা ব্যবসায়ী