পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l/o মনোবৃত্তি পরিহার করিতে পারে, তাহা হইলে उर्दू ব্যবসায়-ক্ষেত্রেই নয়, অদূর-ভবিষ্যতে সকল প্রতিষ্ঠানেই তাহারা আদর্শ স্বষ্টি করিয়া তুলিবে। একটু অপ্রাসঙ্গিক হইলেও, আমি স্থানে স্থানে বাঙালীর শিক্ষা ও সামাজিক জীবনযাত্রার বিষয় কিছু কিছু আলোচনা করিয়াছি, কারণ খাট ব্যবসায়ী হইতে হইলে বাঙালীকে শুধু বাহিরের ক্রটি নয়, ভিতরের ত্রুটিগুলিরও সংশোধন করিতে হইবে । ব্যবসা সম্বন্ধে লিখিবার আছে যথেষ্ট। সব লিখিতে গেলে পুস্তকের কলেবর বাড়িয়া যায়, মূল্যও বৃদ্ধি করিতে হয়। তাই যথাসাধ্য ংক্ষেপেই আমি আলোচনা করিয়াছি, এমন কি, অনেক কথা মোটে বলাই হয় নাই । তারপর আমি কৰ্ম্মব্যস্ত মানুষ, আমাকে কতিপয় ব্যবসায়ের তত্ত্বাবধান করিতে হয়, কাজেই আমার হাতে সময়ের পুজি কম । আমি বড় বড় গ্রন্থ বা নানাবিধ কমিশনের রিপোট পাঠে এই পুস্তকে কোন নূতন তথ্যে আলোক-সম্পাত করি নাই—সে ক্ষমতারও আমার অভাব । বাংলায় বেকারের সংখ্যা দিন দিনই বাড়িয়া চলিয়াছে। অনেক বেকার আমার নিকট চাকুরীর অন্বেষণে অসিত, এবং এখনও আসে ৷ ইচ্ছা সত্বে ও অনেককেই সন্তুষ্ট করিতে পারি নাই । তা’হলেও এ সমস্ত সমাধানের উপায় সম্বন্ধে আমি ভাবিতাম, এবং যাহা মনে হইত, তাহা আমি একখানি নেটবুকে লিখিয়া রাখিতাম। কিন্তু উহা পরিপাটী ( fair ) করিয়া লিখিবার মত সময় আমার ছিল না। আমার স্বগ্রামবাসী শ্ৰীমান সুধীর কৃষ্ণ রায় ও স্বনীতি রঞ্জন মুখোপাধ্যায় উভয়ে আমার প্রবন্ধগুলি নকল করিয়া দিয়া আমাকে সাহায্য না করিলে হয়তো ইহা কোন দিন পুস্তকাকারে প্রকাশিতই হইত না । আমার বক্তব্য সাজাইয়া গুছাইয়া আমি বলিতে পারি নাই,—একথা আমি ভাল করিয়াই জানি। পূর্বেই বলিয়াছি, সাহিত্য-চৰ্চা আমার