পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'ጫNo * જ ব্যবসায়ে বাঙালী শিক্ষার বিশেষ প্রয়োজন। শিক্ষা ভিন্ন কখনই কোন দেশ উন্নত হয় নাই। কিন্তু আমাদের দেশে শিক্ষা জীবন-সংগ্রামকে জটিল করিয়া তুলিয়াছে। শিক্ষা আমাদের সমস্যাই দিয়াছে, সমাধান দেয় নাই । অপরাপর দেশের লোক শিক্ষিত হইলে কাজের অভাবে এ রকম অনাহারে মরে না। আমাদের দেশে শিক্ষিত-সম্প্রদায়ের একমাত্র কেরাণীগিরি ছাড়া অঙ্ক কোন সম্বল নাই। কিন্তু তাহাও আজকাল দুষ্প্রাপ্য হইয়া উঠিয়াছে। শিক্ষিতের জন্য অন্য সমস্ত পথ রুদ্ধ থাকায়, আদালতে উকিলের ভীড় বাড়িয়া চলিয়াছে। ফলে তাহাতেও আর কাহারও অল্পবস্ত্রের সমস্যা ঘুচিতেছে না। তাই ওকালতী-ব্যবসার মধ্যে আজকাল অনেক প্রতারণা ও অনাচারের কথা শুনিতে পাওয়া যায়। অথচ এক সময়ে এই ওকালতী ব্যবসাই ছিল সৰ্ব্বশ্রেষ্ঠ—ইহাতে অর্থ ছিল, সম্মান ছিল । কিন্তু এই ব্যবসায়ে এখন আর উপার্জন নাই । অভাবের তাড়নায় অনেকের মনোবৃত্তিও কলুষিত হইয়া পড়িতেছে। অথচ যাহার দেশের প্রকৃত হিতৈষী, সৰ্ব্ববরেণ্য নেতা, তাহারা সকলেই আইন-ব্যবসায়ী । মহাত্মা গান্ধী, সি, আর, দাস, পণ্ডিত মতিলাল নেহেরু, জে, এম, সেনগুপ্ত, পণ্ডিত জহরলাল প্রভৃতি অধিকাংশ বড় বড় নেতাই আইনব্যবসায়ী। পৃথিবীর সব দেশেই আইনজ্ঞগণের হাতে রাষ্ট্র-পরিচালনের ভার গুস্ত থাকে । - বাংলায় চুরি-ডাকাতির সংখ্যা এত বেশী বৃদ্ধি পাইয়াছে কেন ? চুরি-ডাকাতির শাস্তি কি তাহ কাহারও অজ্ঞাত নাই, তথাপি লোকে চুরি-ডাকাতি করিতে যায় কেন ? কারণ উদরের দাবী বড় নিদারুণ দাবী । ক্ষুধার তাড়নায় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না । বাংলার ब्रांजटैनउिक *Ts?ă (political discontent) (te crstă-Ins l অন্ন-সমস্তার সমাধান হইলে, রাজনৈতিক আন্দোলনও যে মন্দীভূত হইবে, ইহা চিন্তাশীল ব্যক্তিমাত্রই বোধ হয় স্বীকার করিবেন।