পাতা:ব্যবস্থা-দর্পণঃ প্রথম খণ্ড.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ সংখ্যক ব্যবস্থার নজীর ব্যবস্থ । ব্যবস্থা কারণ Robr ব্যবস্থা-দপণঃ । অতএব পিতামহী ধুনাধিকারিণী । যদি প্রশ্নে লিখিত অশর২ ব্যক্তির আগ্ৰে পিতামহীর কণল হইয়া থাকে, তবে পিতৃব্যগণকে বিষয় অশিবে। এই মত দায়ভাগ, দায়ভাগ-টীকা, দায়ক্রমসংগ্রহ এবং আর২ গ্রন্থমুমত। মেক হি, ল, ব1.২ চ্যা: ১, সেব ৬, মকদম ১৩ (পৃ. ৯৭ ও ৯৮)। আত্মণরাম ঘোষ ও কালচাদ ঘোষের বিরুদ্ধে স্ত্রীমতী জয়মণি দাসী প্রভৃতির মকদমায় এই মত স্থির হয় যে যদি গঙ্গাচরণের জীবনকালে মৃত তৎপত্নী জয় দাসীর গর্ভেজাত পুত্ৰ শম্ভুচন্দ্র নিজ পিতার পূৰ্ব্বে মরিত তবে গঙ্গাচরণের জীবিত পত্নী জয়মণি ধনাধিকারিণী হইত। কিন্তু যেহেতু শম্ভুচন্দ্র নিজ পিতার জীবনকালে মরে, অতএববিচার হইলযে তৎ পিতার বিষয় তাহাকেই অর্শে জয়মণি শম্ভুচন্দ্রের পিতৃ পত্নী হইয়ও গর্ভধারিণী না হওয়াতে ঐ সপত্নী পুত্রের ধনে তাহার অধিকার নাই। শম্ভ চন্দ্রের পিতামহী করুণাময়ী তদ্ধনাধিকারিণী। জয়মণি নিজ পতির বিষয় হইতে কেবল ভরণ পোষণ পাইতে যোগ্য, এবং করুণাময়ীর হস্ত হইতে তাহ। পাইবার উপায় করিতে পারে। মেক কন হি, ল, পৃ. ৬৪-৬৮ । ৯৩ পিতামহীর অভাবে পিতৃসহোদরের ৯৩ পিতামহাভাবে পিতুঃসহোদরস্যাধিঅধিকার * । কারঃ * । ৯৪ তদভাবে পিতার বৈমাত্রেয় ভ্রাতার * । ৯৪ তদভাবে পিতৃবৈমাত্রেয়স্য । যেহেতু ইহার ধনির পিতামহ ও প্রপিতামহকে তয়েধিনিভোগ্য পিতামহ প্রপিতামহ পিণ্ডদণপিণ্ডদান করে, ও ধনি তৎপিণ্ডভাগী হয়। ভূত্বাং । আদালতে দত্ত এবং গ্রাহ হওয়া, ও সর উইলিয়ম মেকনটিন সাহেবের পরীক্ষিত ও মনোনীত ব্যবস্থা । প্রশ্ন। এক ব্যক্তি পিতামহী ও দুই পিতৃব্য এবং এক সহোদর ভগিনী রাখিয়া কাল প্রাপ্ত হয়। ঐ ভগিনীর বয়ক্রম অনুমান পঁচিশ বৎসর ও তাহার স্বামির বয়ক্রম অহমান পয়ত্রিশ বৎসর-ও তাহীর দুই কন্যা, এক পঞ্চম বৎসর বয়স্ক দ্বিতীয় তিন বৎসর বয়স্ক, এবং পুত্ৰ সন্তান হইবার সম্ভাবনা আছে। এমত অবস্থায় উপরি উক্ত বাক্তিদের মধ্যে মৃতের ধনে অধিকারী কে? ভগিনীর পুত্ৰজননসম্ভাবনা যদি অন্যের অধিকারের বাধক হয়, এবং যদি পিতামহী মরিয়া থাকে, তবে তদবস্থায় মধ্যব্যবহিত কণলে বিষয় রক্ষণাবেক্ষণের ভারপর্ণ পিতৃব্যগণকে করা যাইতে পারে কি ঐ ভগিনীকে যদি ঐ ভগিনীর পুত্ৰ সন্তান না জন্মে, এবং যদি তাহার পুত্ৰজননসম্ভাবন দর হয়, তবে কে ধনাধিকারী হইবে। উত্তর । ধনির মরণকালে যদি তৎপিতামহী ও দুই পিতৃব্য এবং সম্ভাবিতপুত্ৰ এক ভগিনী জীবিত থাকে, তবে ঐ পিতামহীর মরণে ঐ পিতৃব্যের ধনাধিকারি, যেহেতু তাহারা ধনির পিতামহ ও প্রপিতামহকে পিণ্ডদান করিয়া উপকার করে ; যদি ঐ ভগিনীর পুত্ৰ সন্তান না হয়, তবে ঐ পিতৃব্যের অধিকারি, তদবস্থায় তাহীদের স্বত্ব নিবুটি। এতাবত বিষয় রক্ষণাবেক্ষণের ভার তাহারদিগকেই দেওয়া কৰ্ত্তব্য ভগিনীকে নয়, যেহেতু শাস্ত্রাইসারে ভ্রাতার ধনে ভগিনী অধিকারিণী নয়। কিন্তু তাহার পুত্র জন্মিলে সে ঐ ধনে অধিকারী হইবে । এই মত দায়ভাগ দায়ক্রমসংগ্রহ ও দায়ভাগ-টীকা ও আর২ গ্রন্থের মতামত। S DDS DS DS BS ggg DS DS DS DS DSDS BB DDS BBSBDD BBS BS BS BSB BBBS

  • এই ব্যবস্থার শেষ ভাগ অর্থাৎ ভগিনীর পুত্র জন্মিলে সে ঐ ধনাধিকারী হইৰে', अरे অংশ শুদ্ধ নয়, দ্রষ্টব্য— প. ২৩২ – ২৪৩ ৷