পাতা:ভক্তিগানামৃত.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ సె> } কথায় মাত্র বলে কাল, কিন্তু কালী কালশশী ॥ কালয় এত নিৰ্ম্মল, কালয় করে উজ্জ্বল, কে কোথা দেখেছে বল, কালপ্রভা কালনাশী । কালী মহাকাল-জায়া, কালী নাম কালক্ষয়া, কালী বিপদে অভয়া, তাই কালী ভালবাসী ॥ নামে কালী কাল নয়, কালী নামে কাল জয়, ক{লী তত্ত্ব পরিচয়, জানে শিব অবিনাশী । কালী নামে সুখে রয়, কালী ভক্ত মোক্ষ হয়, কালী কালী যেবা কয়, তার স্থান বারাণসী ৷ কাল ভয়েতে ব্যাকুল, ভব সাগরে আকুল, কালী যদি দেও কুল, নিজ গুণে পাপ নাশী। মুক্তিদায়িনী ত্বমেকা, কালী শ্ৰীচরণ নৌক, তারণ তাঁর কালিক, শঙ্কর জায়া ষোড়শী ॥ পুত্র কলত্র সম্পদ, সবে কর নিরাপদ, খণ্ড প্রণব বিপদ, চন্দ্র এই অভিলাষী ॥ রাগিণী বিঝুট । তাল একতাল । চণ্ডমুণ্ড খণ্ড কারিণী, কালী মুণ্ড মালিকা । পাষণ্ড দণ্ড বিধায়িনী, উগ্ৰচণ্ড কালিকা ৷ লণ্ড ভণ্ড দৈত্যতাপা, দে দণ্ড মহ। প্রতাপা, অখণ্ড মণ্ডলৰূপ, খণ্ড চন্দ্ৰ ভালিকা । ভণ্ড জন দপরিষ্টা, মৰ্ত্তও সমান দৃষ্ট, ষণ্ড জুনের অনিষ্টা, পণ্ড শ্রদ্ধা জ্বালিকা ॥ ব্ৰহ্মাণ্ড ভাণ্ড উদরা, প্রচণ্ড প্রতাপপরা, প্রকাণ্ড শক্ৰ সংহরা, দীন চন্দ্র পালিকা ৷ (१०) ( १8 )