পাতা:ভক্তিগানামৃত.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৯২ ] রাগিণী সারঙ্গ । তাল একতাল । ভীষণ শিব ভামিনী, চতুর্বর্গ বিধায়িনী । বীজৰূপিণী ঘোর নিনাদিনী, রণে দেখি উলঙ্গিনী ॥ লোল রসনা ঘের দশন, শবাসন। ত্রিনয়নী, সাউহাস। আবাস বাস, নীল নীরদ বরণী । শ্মশান মশান স্থান, পরিধান কর কিঙ্কিণী, রুধির অ{ৱতা করে অসিধুতা, বিরুতা যেন উন্মদিনী । উগ্ৰচণ্ড চামুণ্ডা, প্রচণ্ডী মহযোগিনী, তীক্ষ ঈক্ষণা শক্র হননা, চণ্ডিক দৈত্য দলনী । দীর্ঘ করে। ভয়ঙ্করা, টলিত ধর। সহিত ফণী, মুক্ত চিকুর। হুঙ্কারে অধীর, রণ বিহর কাদম্বিনী ৷ নবীন ললনা সমরে প্রবীণা, স্বাধীন শিব মোহিনী, অযুদে মোক্ষদে কামদে কুমুদে, শুভদে চন্দ্ৰ নারায়ণী ॥ (৭৫) রাগিণী বিভাষ । তাল জলদতে তালা । কি কারণে ৰিব সনে, রসন। দশনে ধরা ॥ কি কারণে বিচরণে, শ্মশানে দেখি অস্থির ॥ কি কারণে হীনবেশে, কি কারণে এলো কেশে, কি কারণে কি উদ্দেশে, কি কারণে গে অধীর । কি কারণে আসি হস্তে, কি কারণে চল ত্রস্তে, কি কারণে এত ব্যস্তে, কি কারণে মুণ্ড করা ॥ কি কারণে কর-বাস, কি কারণে ত্যজি বসি, কি কারণে নাহি ত্রাস, কি কারণে বেশ ঘোরা । কি কারণে মধুপানে, কি কারণে ত্রিনয়নে, কি কারণে ভূ শয়নে, কি কারণে ভব ধরা । কি কারণে রক্ত অঙ্গে, কি কারণে ভুত সঙ্গে,