পাতা:ভক্তিগানামৃত.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ సిరి ] কি কারণে নাচ রঙ্গে, কি কারণে এ সত্বর | কি কারণে মুণ্ডহরি, কি কারণে এ আচার, কি কারণে মার মার, কি কারণে মা কঠোর ॥ কি কারণে শক্র মধ্যে, কি কারণে এলে যুদ্ধে, কি কারণে গে। বিশুদ্ধে, কি কারণে ভয়ঙ্কর । কি কারণে এত ক্রোধ, কি কারণে প্রতিযোধ, কি কারণে অনুরোধ, কি কারণে বোধহর । কি কারণে কিবা মনে, কি কারণে শব{সলে, * কি কারণে চন্দ্র জানে, কি কারণে ত্বং সাকার ॥ রাগিণী বেহাগ । তাল জলদৃতেতাল । কালী বলে কাল যদি, কাটিতে সক্ষম হই । তবে কালগ্রাস হতে, কালী নামে মুক্ত রই ॥ কালী নাম যেই স্মরে, কাল ভয় নাহি করে, কালী কলুষ সংহরে, কেব৷ আছে কলী বই । কালী নাম যার সার, কালের কি অধিকার, কালী করিবে নিস্তার, কালের অধীন নই ৷ কালী ভক্ত কালী বলে, কালী নাম গুণ বলে, ভোগ দিয়ে ধূৰ্ত্ত কালে, অনায়াসে হব জই । কালীর মহাত্ম্য যত, সাধকেই জানে তত, তাই চন্দ্র অবিরত, কালী কালী সদা কই । রাগিণী সুরট মল্লার। তাল জলদৃতেতাল।। শব্বাসনে বিবসনে, মহরিণে কার বামা । সঘনে ঘোর নিস্বনে, ত্রিনয়নে ৰূপ ভীমা ॥ অঞ্জন যথা দলিত, তড়িত সহ মিলিত, সৌষ্ঠব তথা ললিত, উজ্জল অথচ শুiম । ( १४ ) ( ११ )