পাতা:ভক্তিগানামৃত.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २ ] রাগিণী কেদারা। তাল ধিমতেতাল । অহংজ্ঞানে মত্ত হয়ে, কেন কর অভিমানম জান না কি এ জীবন, জীবনবিম্ব-সমান ॥ ক্ষণিক তৰ বিভব, যে দেহে কর গৌরব, অবশু সে হবে শব, কোথা রবে ধন মান । ষড় ঋতু আদি সবে, বার বার হবে ভবে, তার শশী ভানু রবে, রবে ন৷ এ দেহ প্রাণ ॥ শুন তত্ত্ব উপদেশ, ত্যজ হিংস রাগ দ্বেষ, ভজ নিত্য নিৰ্ব্বিশেষ, কর চিত্ত সমাধান । (○) রাগিণী জয়জয়ন্তী । তাল চোতাল । অক্স-উপাসনা বিনা, কেমনে হবে নিস্তার । অতএব কর মন । ভজন সাধন তার ॥ জীবের যেই জীবন, যে হয় মনের মন, বিশ্বকৰ্ত্ত। নিরঞ্জন, ভাব সেই মুলাধর । কর মায়াদপ চুর্ণ, ভাৰ চিদানন্দ পূর্ণ, অনায়াসে হবে তুর্ণ, সংসার-সাগর পর ॥ হও ব্রহ্মে অনুরাগী, কল্পনা সাধনা-ত্যাগী, সংসারে হয়ে বিরাগী, সদ। ভগব সারাৎসার ॥ ( 8 ) রাগিণী মুলতানী । তাল জলদ্বতেতাল।। এক ভাবে সদা রবে, এই কি ভেবেছ মন । অক্ষয় কি হবে সব, তব উপাৰ্জ্জিত-ধন ॥ বিষয় হবে কিৰূপে, মান্য হুৰে ধনীৰূপে, এই আশা-অন্ধকূপে, হয়েছে তব পতন । শিখেছ নান উপায়, যাতে ধন নাহি যায়, , কত যত্নে রাখ তায়, ভুলে ধন চিরন্তন ॥ "