পাতা:ভক্তিগানামৃত.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১২ ] উম পাঠাইতে চিত, ন হইবে কদাচিত, জান ত জামাতা রীত, সেই ভেবে ভেবে মরি। যেন তেন প্রকারেতে যদি হে পার আনিতে, চতুর্থ দিন প্রভাতে, পুঠিাৰ শিৰ শঙ্কর • ষথোচিত করি স্তৰ, তুষিয়ে শঙ্কর ভব, । অামার কথা কয়ে সব, রুষ্ট না হন তুষ্ট করি। তিলেক বিচ্ছেদে যার, শিব হয় শবাকার, क्रव्झ व्ञइ ७ झे ভার, ইও গিরি সমিভ্যারি ॥ । ( ৬ ) রাগিণী আলেয়। তাল জলদৃতেতাল। । মায়ের প্রাণ যত কুঁালেদ, কিবা জানিবে অপরে। তুমি উমার জন্মদাতা, আমি রেখেছি জঠরে । একমাত্র কন্য। যার, সে বিনা কি স্বখ তার, সব দেখি অন্ধকার, গৌরী না আইলে ঘরে । একে ত তুমি পাষাণ, কন্যা প্রতি নাহি টান, যfও শিব সন্নিধান, কহিবে এ সৰ তারে । আমুর দুঃখ কহিয়ে, কহো শিৰে বুঝাইরে, উমারে আন তুষিয়ে, মানাইয়ে জটুধরে। প্রসবে যত বেদন, প্রস্থতি ৰিন জনে না, আর নাই উমা বিনা, মা বলে ড কে সংসারে । তব কথা শুনিবে না, যদি গৌরী পাঠাবে না, তবে ত প্রাণ রবে না, মরিব উমারে স্মরে । শিবের স্নেহের জায়া, উমা ঈশ মান্না কায়া, আমার এক তনয়, কত স্নেহ হতে পারে । মাতু মত মন হলে, পাঠাইত কুতুহলে, , এসব বুঝায়ে বলে, আন গে উমা সত্বরে ।