পাতা:ভক্তিগানামৃত.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২১ ] পীনোন্নত পয়ে ধর, গুঞ্জ মালা সুশোভিতা ॥ পতিত ভব সাগরে, তুমি বিনা কে উদ্ধারে, চন্দ্র নিতান্ত কাতরে, ত্বরিতে তার ত্বরিতা । ( ১২ ) চৈতন্য ভৈরবী । রাগিণী খাম্বাজ । তাল ধিমান্তে তাল । নব প্রভাকর প্রভ । হেরি নয়নে ভূষিতা, নানা অtভরণে অনুপম শোভা । শশি মুকুট মণ্ডিত, মুক্ত বস্ত্র বর স্থতা, ~ পীনোন্নত কুচন্বিতা, চতুষ্কর মনোলোভা । প্রফুল্ল কমল করে, পাশ স্কুশ শোভা করে, দক্ষিণ অভয় বরে, কিবা মনোহর প্রভা ৷ বিবিৰ সংসার পাশ, চৈতন্য ভৈরবী নাশ, চন্দ্রের এই অভিলাষ, জননী হর-বল্লভ ॥ ( S రి } অষ্টকুটা ভৈরবী । রাগিণী সিন্ধু। তাল জলদতেতাল । এ কি শোভা মনোলোভা, জবাকুসুম বরণা । অরুণবর্ণ বসন, অঙ্গে সাজে স্থশোভন, মুণ্ডমালা বিভূষণ ॥ সুবৰ্ণ কলসবর, উচ্চ পীন পয়োধর, প্রভাজিত প্রভাকর, চতুষ্কর শোভাকর, পাশাঙ্কুশ ধারণ । দক্ষিণে পুস্তক ধরি, জপমালা শোভাকরি, অষ্টকুট। শুভঙ্করী, শুভদা ভৰশঙ্করী, চন্দ্রের এই বাসনা । (>8 ) , छूर्शी । রাগিণী পরজ। তাল ধিমাতেত:ল । কে ও দশভুজা রমণী, হেম বরণী । ( సిలి )