পাতা:ভক্তিগানামৃত.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২৪ } ভদ্রকালী | রাগিণী বিভাস । তাল জলদৃতেতাল । মহামেঘ প্রভা ঘোরা, লোল-জিহবা ভয়ঙ্করী ! ঘোর-দন্ত নীলাম্বরী ॥ অৰ্দ্ধচন্দ্র শোভা শিরে, নয়ন স্থিত কেটেৱে, এক জটা স্পর্শ করে, অমর বক্স উপরি । ভুজঙ্গ শয়নে স্থিতা, নাগ যজ্ঞ উপবীতা, নাগ-হার স্বশ্লেভিতা,-সাউ-হাস মহোদরী ॥ " পঞ্চাশ মুণ্ডমালিনী, নর-কুণ্ডল ধারিণী, নবরত্ন বিভূষণী, শোভে শেষ শিরে ধরি ॥ নাগ-কান্তি বিভূষিতা, নাগগণে স্থবেষ্টিতা, ভীষণ দ্বিভূজান্বিতা, বাম পাশ্বে ত্রিপুরারি ॥ বামে তক্ষক কঙ্কণ, অনন্ত দক্ষে ভূষণ, নারদ দি মুনিগণ, সেবিতা ঈশান নারী । শবাস্বাদন কারিণী, সাধকগভীষ্ট দায়িনী, জগদুৎপত্তি কারিণী, তারিণী শুভঙ্করী ॥ চন্দ্র অধীন নিগুণে, কিঞ্চিৎ কটাক্ষ দানে, ' তার মা অপেন গুণে, ভদ্রকালী ক্ষেমঙ্করী ॥ শ্মশানক{লী । রাগিণী কালেঙ্গড় । তাল একতাল । অঞ্জনাদ্রি প্রভা ভীমা, কেও শ্মশান-বাসিনী । সদা শব মগ্ন নয়, মাংস চৰ্ব্বণ কারিণী ॥ পিঙ্গাক্ষী রক্ত লোচনা, শুষ্ক-মাংসাতি ভীষণ, ঈষৎ সহাস্ত বদন, বিমুক্ত কেশ ধারিণী । নানালঙ্কার ভূষিতা, যুগল ভুজ শোভিতা,