পাতা:ভক্তিগানামৃত.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩২ } তরুণ সিন্দুরারুণ, বলর হার ভূষণ, কেও শোভন শিরোরুহ, শোভে শিরোপরি ॥ কটি স্বত্র কটিধরে, চরণে স্থপুর পরে, ধরে বলয় করে, হার শিরোধীরে ধরি | যুগল কমল করে, যুগল কমল ধরে, আদর্শ ধন ধারে, চতুর্ভ জ। সুন্দরী। পরিচর্য্যা পরায়ণী, চতুষ্প শ্বে সখীশ্রেণী, । জিনি শত সেীদশমিনী, হুরিপ্রিয়া ঘেfর । মহালক্ষী সৌরি দারা, সুবিতর ধনধারা, চন্দ্র গারে ভব স্থির, কৃপাপাঙ্গে হেরি ॥ (82 ) মহালক্ষী | ” রাগিণী সিন্ধু ভৈরবী । তাল জলদতেতাল।। তরুণারুণকারী, শিরঃ স্থির সুধাকারী, বেদ বাহু ধরাপরা, উদারাদার । . কমল কৌস্তভ করে, মঞ্জরী রত্ন অপরে, রত্নহার কণ্ঠেপেরে, রত্ন নুপুরা ॥ প্রফুল্লাজ ত্রিনয়ন, মহালক্ষী স্মেরানন, চন্দ্রালয়ে বিরাজমান, ভব স্বস্থিরা ॥ ( 8९ } श्रृंमा । o রাগিণী ঝি ঝুট থাম্বাজ। তাল ধিমতেতাল । কপঞ্চক্ষতলে স্বর্ণগুহে, কে ও সিংহাসনোপরি । তরুণ যৌবনাম্বিতা, এ নারী কাহার নারী ॥ কুম্কুম সম বরণ, রক্ত বস্ত্র পরিধান, মণিহার বিভূষণা, ঈষতুচ্চ কুচ হেরি । মৃণাল কোমল কর, পক্ষ-দ্বয়ে শোভাকর,