পাতা:ভক্তিগানামৃত.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ పిరిచి তাহে অঙ্গদ কেয়ুর, অতিশোভাকারি ॥ মাণিক্য মুকুট শিরে, মণি কুণ্ডল কর্ণেপরে, চরণ শোভে স্নপুরে, অপৰূপ মাধুরি । - নীল নলিন নয়ন, ধনদে পুরাও বাসনা, চন্দ্রের ভব যন্ত্রণ, হর শুভঙ্করি ॥ ( 8 b ) কাম{থ}} | রাগিণী চেত-গৌরী। ভাল জলদুভেতালা । কে ও বামা স্মিতমুখী, রত্নসিংহঃসন স্থিত । কপবৃক্ষতলে রত্ন অলঙ্কার বিভূষিতা । জিত নীল ঘন ঘনা, পট্টম্বর পরিধান, দ্বিভুজ ধারণা ত্রিনয়ন, বরাভয়ান্বিতা । কালী কলুষ নাশিনী, অখিলানন্দকারিণী, বুদ্ধিবৃত্তি স্বৰূপিণী, হরি বিধি শিব বন্দিতা ৷ ললিত বেশ ধারিণী, কামাখ্যা কামদায়িনী, চন্দ্রে মোক্ষ প্রদায়িনী, হও গো ভব বনিতা । ( ss ) মহাকালী | রাগিণী সিন্ধু কপি। তাল জলদৃতেতাল । কৃষ্ণবর্ণ কৃষ্ণ স্বর পরিধান । কটিতটে ব্যাঘ্ৰচৰ্ম্ম, গলে শিরে মুণ্ডমালা ধারণা । স্বৰ্গ স্পর্শে এক জটা, নাগহারযুক্ত লোহিত লোচনা । শব হৃদি বামপদ, সিংহপৃষ্ঠ স্থিত দক্ষিণ চরণ ॥ মহাঘোর চতুষ্করা, সাট্টহাস শব দ্বয় লেলিহান । দক্ষে খড়গযুগ ইন্দাবর, সবে কৃত্তি কৰ্পর শোভমান ॥ ভয়ানক রব কারিণী, ভীষণ অঙ্গন কার অঙ্গন । মহাকালী কৃপা করি, দীন চন্দ্রে করে না প্রতারণা ! ( ৪৫)