পাতা:ভক্তিগানামৃত.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ \రిధి 3 ভবে পূজা পৌত্তলিকে, নিন্দ অশেষ প্রকারে । , ষে দিকে ফিরাই আঁখি, সব ব্রহ্মময় দেখি, ' এই ভাবে চন্দ্র সুখী, ব্যাপ্ত তিনি চরাচরে ॥ " ( ૭ઉ ) রাগিণী ইমন কল্যাণ। তাল জলদৃতেতালা । তুমি ত মুৰ্ত্তিতে আছ, তবু সবে দ্বেষ করি । । দেব দেবী অগদি যত, সব-স্বৰূপ তোমারি ॥ সবে তব সমভ fব, আমাদের পর ভাব, • মানবের এস্বভাব, দ্বিভাবেতে অহঙ্কারি । প্রতিম মুৰ্ত্তি পূজিলে, পাছে পৌত্তলিক বলে, কিন্তু তুমি সৰ্ব্বস্থলে, তাহ ন মনে বিচারি । প্রতিমা পূজা জঘন্য, নব্যদলে নহে গণ্য, অবৈদিক ভাব ধন্য, একি বুদ্ধি বলিহারি । তুমি আছ সৰ্ব্ব ঘটে, তুমি ঘটে তুমি পটে, সে পূজায় কেন চটে, কিছু বুঝিতে না পারি ॥ চেতন কি অচেতনে, জীবি কিম্বা নিজীবনে, জড় কিম্বা মূৰ্ত্তিমানে, তোমার স্বৰূপ হেরি । তুমি নাহি প্রতিমায়, কিন্তু আছ মৃচ্ছিলায়, কণষ্ঠ লোষ্ট্র যে কৃপায়, নানাবিধৰূপধারি ॥ ধাতু প্রস্তর সলিলে, পাপ পুণ্য সৰ্ব্বস্থলে, তুমি আছ ভূমগুলে, সমভাবে সমাচারি। জগৎ ব্যাপ্ত তুমি হও, সবে সমভাবে রও, একে হও একে লও, এভাব মহাচাতুরি ॥. সকলে ব্রহ্ম মানিব, মুৰ্ত্তিতে কেন ত্যজিব, সৰ্ব্বময় কি জানিব, বাছাবাছি অধিকারী। পুণ্যেতে ব্রহ্মের স্থিতি, পাপেও ব্রহ্ম বসতি,