পাতা:ভক্তিগানামৃত.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s#ə ] রাগিণী সরফরদ । তাল জলদূতে তাল । ঈশ্বরের কৃপা কিম্বা, স্বভাব প্রভাব গুণে । পুৰ্ব্ব জন্মার্জিত ফলে, অথবা কোন কারণে ॥ কেহ বা যে হয় ধনী, কেহ বা হয় নির্ধনী, কৰ্ম্ম জন্য যদি মানি, তবে সাধ সযতনে । এ জন্মে করলে ধৰ্ম্ম, প্রাপ্ত হয় সেই কৰ্ম্ম, অনুমান বাক্য মৰ্ম্ম, ধারণ না করে জ্ঞানে ॥ অর্জিত যে পুণ্য কহে, দেহান্তরে কোথা রছে, পুনঃ প্রাপ্ত হয় যাহে, তাহা কে কেমনে জানে । দেহ হইলে পতন, কোথা রহিবে জীবন, পঞ্চভূতেতে মিলন, কি সম্বন্ধ দেহ প্রাণে ॥ জন্ম স্থিতি অrর ধংস, পরে নাহি থাকে অংশ, কিসে দেহ ধরে হংস, সংশয় চন্দ্রের মনে ॥ ( ১০২ ) রাগিণী আলেয়া । তাল জলদতে তাল । সত্য কহ সত্য ভজ, সত্য কেহ ছেড়ে না । সত্য জেন পরম ধৰ্ম্ম, অসত্যে তায় ভুল না । পৌরাণিক যত কৰ্ম্ম, অপর অনেক ধৰ্ম্ম, সত্যের অধিক মৰ্ম্ম, সকলে তাহা বুঝে না । বেদবিধি যাগ যজ্ঞ, বেদবেত্তা মহাবিজ্ঞ, সত্যের হইলে অজ্ঞ, কিছুই ফল ফলে না । অশ্বমেধ শতাধিক, অন্য যজ্ঞ ততোধিক, এক সত্যে তদধিক, তাহে রহ দৃঢ়মনা ৷ ( >ంచి ) রাগিণী আলেয়া । তাল জলদতেতাল।। মায়া-হ্রদে ডুব না মন, জ্ঞান-সন্তরণ জান না । ( * )